ফেসবুকে গোপন ছবি ছড়িয়ে পড়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

২৭ মে ২০২২, ০৯:৪৭ PM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকী ছবি

নেত্রকোনায় ফেসবুকে গোপন ছবি ছড়িয়ে পড়ায় সোনিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ মে) উপজেলার পাগলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সোনিয়া পাগলী গ্রামের খোকন মিয়ার মেয়ে ও মোহনগঞ্জ মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, বাসাউড়া গ্রামের শাকিল মিয়া (২২) বেশ কয়েকদিন যাবত সোনিয়াকে নানাভাবে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে শাকিল নিজের ফেসবুক আইডিতে সোনিয়ার কিছু গোপন ছবি পোস্ট করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকাজুড়ে বিরূপ পরিস্থিতি তৈরি হলে সোনিয়ার পরিবার বিব্রতকর অবস্থায় পড়ে যায়। এ ঘটনার একপর্যায়ে শাকিল নানা ধরনের কথাবার্তা বলে সোনিয়াকে হুমকি দেয়। এতে আত্মহত্যার পথ বেছে নেয় সোনিয়া।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লুৎফুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬