স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যাচ্ছেন তেজগাঁও কলেজের ৬ শিক্ষার্থী © সংগৃহীত
তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে যাচ্ছেন তেজগাঁও কলেজের ছয় শিক্ষার্থী। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে পুলিশ মধ্যস্থতায় তারা সচিবালয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
প্রতিনিধি দলে রয়েছেন—কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান রাফি (উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ), সাইফুর রহমান (উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ), ফাজাল আহমেদ (উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ), আবু বক্কর সিদ্দিক শরীফ ইসলাম (উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ), মিলিহা বিনতে নাফিজ (উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ) এবং আরিফুল আলম (উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ)।
এর আগে সকাল ১০টা থেকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে দুপুর ২টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে আব্দুর রহমান রাফি বলেন, “আমরা যদি উপদেষ্টাদের বক্তব্যে সন্তুষ্ট হই, তাহলে আর কোনো কর্মসূচি বা আন্দোলনে যাব না। তবে সন্তুষ্ট না হলে আগামীকাল থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এরপর তেজগাঁও থানা পুলিশের একটি গাড়িতে করে ছয় সদস্যের শিক্ষার্থী প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশে রওনা দেয়।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রানা, যাকে পরে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়।