ক্যাডেট কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ নভেম্বর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:১২ PM
সকল ক্যাডেট কলেজের ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ। আগামী ২৭ ডিসেম্বর লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল ক্যাডেট কলেজে ২০২৬ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
এতে জানানো হয়, আগামী ১ নভেম্বর সকাল ৮টা থেকে ১০ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রার্থীকে ক্যাডেট কলেজের ওয়েবসাইট www.cadetcollege.army.mil.bd অথবা ক্যাডেট কলেজের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://cadetcollegeadmission.army.mil.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত লিখিত পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ কার্যক্রম। লিখিত পরীক্ষায় ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে ১০০ এবং সাধারণ জ্ঞান বিষয়ে ৪০ নম্বর থাকবে। পরবর্তীতে মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সামগ্রিক মেধা তালিকা অনুযায়ী চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
জাতীয়তা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। একই সাথে ৬ষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স ১ জানুয়ারি ২০২৬ সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হবে।
শারীরিক যোগ্যতা
উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক-বালিকা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য)
সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
দৃষ্টিশক্তি: চশমাবিহীন প্রার্থীর ক্ষেত্রে এক চোখে ৬/১২ ও অন্য চোখে ৬/১৮ এবং চশমাসহ এক চোখে ৬/৬ ও অন্য চোখে ৬/৬। চশমার পাওয়ার কোন চক্ষুতেই (-) 2D এর অধিক হবে না।
অযোগ্যতা
ক. পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে।
খ. লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে।
গ. গ্রস নক নী, ফ্লাট ফুট, কালার ব্লাইন্ড ও অতিরিক্ত ওজন।
ঘ. অ্যাজমা, মৃগী, হৃদরোগ, বাত, বাতজ্বর, যক্ষ্মা, পুরাতন আমাশয়, হেপাটাইটিস, ডিওডেনাল আলসার, রাতকানা, যেকোনো প্রকার ডায়াবেটিস, হেমোফাইলিয়া, ক্লেপটোম্যানিয়াক, বিছানায় প্রস্রাব করা ইত্যাদি রোগে আক্রান্ত হলে।
ঙ. স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ।
লিখিত পরীক্ষার কেন্দ্র
সারাদেশে ২৬টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রের আসন সংখ্যা নির্ধারিত থাকায় পূর্বে আবেদনকারী অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্র নির্বাচন করতে পারবেন। আবেদন ফরম পূরণ করার পর পরীক্ষা কেন্দ্র পরিবর্তন যোগ্য নয়।
প্রয়োজনীয় কাগজপত্র
ক. প্রার্থীর প্রাথমিক শিক্ষা সমাপনী/প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী/সমমান পরীক্ষার সত্যায়িত সনদপত্র। ইংরেজি মাধ্যমে অধ্যয়নরত প্রার্থীর ক্ষেত্রে ৫ম/সমমান শ্রেণিতে উত্তীর্ণের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র
খ. প্রার্থীর অনলাইন জন্ম নিবন্ধন/জন্ম সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
গ. প্রার্থীর পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।
ঘ. প্রার্থীর পিতা ও মাতা/অভিভাবক উভয়ের জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেট এবং পাসপোর্ট (যদি থাকে) সত্যায়িত ফটোকপি (জাতীয় পরিচয়পত্র না থাকলে যুক্তিযুক্ত কারণ প্রদর্শনপূর্বক প্রত্যয়নপত্র)।
ঙ. প্রধান শিক্ষক কর্তৃক ৬ষ্ঠ অথবা সমমানের (যেকোনো মাধ্যম) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাল এবং রোল নম্বর উল্লেখপূর্বক সনদপত্র। পরীক্ষার ফলাফল প্রকাশিত না হয়ে থাকলে প্রধান শিক্ষক কর্তৃক এই মর্মে সনদ প্রদান করতে হবে যে, ‘(নাম).... রোল নং............... অত্র স্কুলে ৬ষ্ঠ শ্রেণি/সমমানের বার্ষিক পরীক্ষায় (বাংলা/ইংরেজি)..... মাধ্যম/ভার্সন-এ অংশগ্রহণ করেছে এবং পরীক্ষায় কৃতকার্য হবে।’
চ. অনলাইন আবেদনপত্রে আপলোড করা ছবির অনুরূপ ১xপাসপোর্ট সাইজ (রঙিন) ছবি।
এ ছাড়া সত্যায়িত ফটোকপিতে প্রত্যয়নকারীর নাম ও পদমর্যাদাসহ অফিসিয়াল সীল ব্যবহার করতে হবে।
আবেদনের পদ্ধতি
প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে ২ হাজার টাকা অফেরতযোগ্য অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে হবে। আরও বিস্তারিত জানতে ক্যাডেট কলেজের ওয়েবসাইট দেখুন।
উল্লেখ্য, ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সংবিধিবদ্ধ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানসমূহ লেখাপড়ার পাশাপাশি গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে। সুদক্ষ অধ্যক্ষদের নেতৃত্বে সামরিক অফিসারের তত্ত্বাবধানে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ এবং নেতৃত্বের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি দক্ষ অনুষদ সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে গুণগত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাডেটদের এমনভাবে গড়ে তোলা হয়, যাতে ভবিষ্যতে তারা সশস্ত্রবাহিনীসহ সমাজের সকল ক্ষেত্রে দেশে ও বিদেশে যোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে। বর্তমানে বাংলাদেশে ছেলেদের ৯টি এবং মেয়েদের ৩টিসহ মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে।