ক্যাডেট কলেজে ভর্তি আবেদন চলছে, বয়স-যোগ্যতা ও খরচসহ জেনে নিন আদ্যোপান্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৯:০১ PM
দেশে বর্তমানে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। এর মধ্যে ৯টি ছেলেদের ও ৩টি মেয়েদের। এই কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। ঐতিহ্যবাহী এ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো লেখাপড়ার পাশাপাশি সমান গুরুত্বের সঙ্গে সহশিক্ষা কার্যক্রম এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তিত্ব হিসাবে গড়ে তোলে।
দেশের ক্যাডেট কলেজগুলোতে ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১ নভেম্বর থেকে। আবেদন চলবে ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত লিখিত পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ কার্যক্রম। লিখিত পরীক্ষায় ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে ১০০ এবং সাধারণ জ্ঞান বিষয়ে ৪০ নম্বর থাকবে। পরবর্তীতে মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সামগ্রিক মেধা তালিকা অনুযায়ী চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
ক্যাডেট কলেজগুলোর অবস্থান:
ফৌজদারহাট ক্যাডেট কলেজ:
দেশের প্রথম ক্যাডেট কলেজ হিসেবে ১৯৫৮ সালের ২৮ এপ্রিল প্রতিষ্ঠিত হয় ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত।
ঝিনাইদহ ক্যাডেট কলেজ:
১৯৬৩ সালের ১৮ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। ঝিনাইদহ শহর থেকে দুই কিলোমিটার উত্তরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে অবস্থিত।
মির্জাপুর ক্যাডেট কলেজ:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোরাই ইউনিয়নে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পাশে এই ক্যাডেট কলেজটির অবস্থান। এটি ১৯৬৩ সালের ২৯ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
রাজশাহী ক্যাডেট কলেজ:
রাজশাহী ক্যাডেট কলেজ দেশের চতুর্থ ক্যাডেট কলেজ হিসেবে ১৯৬৬ সালের ৬ই নভেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি রাজশাহী শহর থেকে ৩০ কিমি দূরে চারঘাট উপজেলার সারদায় পদ্মা নদীর তীরে মুক্তারপুর গ্রামে অবস্থিত।
সিলেট ক্যাডেট কলেজ:
মুক্তিযুদ্ধের পর প্রতিষ্ঠিত প্রথম ক্যাডেট কলেজ হলো সিলেট ক্যাডেট কলেজ। এটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সিলেট শহর থেকে সাত কিলোমিটার উত্তরে ওসমানী বিমান বন্দর সড়কে অবস্থিত।
রংপুর ক্যাডেট কলেজ:
এটি ১৯৭৯ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। এর অবস্থান রংপুর শহরের আশরতপুর এলাকায়।
বরিশাল ক্যাডেট কলেজ:
এই ক্যাডেট কলেজটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে ঢাকা বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত। এটি ১৯৮১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়।
পাবনা ক্যাডেট কলেজ:
এই ক্যাডেট কলেজটি পাবনা শহর থেকে ৬ কিলোমিটার দূরে বাগচিপাড়া বাজারের কাছে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থিত। এটি ১৯৮১ সালের ৭ আগস্ট
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ:
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ মেয়েদের জন্য স্থাপিত বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ। ১৯৮৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর অবস্থান ময়মনসিংহ সদরের ধোপাখোলা রোডে অবস্থিত।
কুমিল্লা ক্যাডেট কলেজ: কুমিল্লা ক্যাডেট কলেজ ১৯৮৩ সালের ৭ জুলাই প্রতিষ্ঠিত হয়। এই ক্যাডেট কলেজটি কুমিল্লা শহর থেকে ১০ কিলোমিটার দূরে কুমিল্লা সেনানিবাসের পাশে অবস্থিত।
ফেনী গার্লস ক্যাডেট কলেজ: ২০০৬ সালের ৭ জুন মেয়েদের জন্য এই ক্যাডেট কলেজটি প্রতিষ্ঠা করা। এটি ফেনী-ছাগলনাইয়া মহাসড়কের পাশে অবস্থিত।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ: মেয়েদের তিনটি ক্যাডেট কলেজের মধ্যে এটি একটি। এই ক্যাডেট কলেজটি ২০০৬ সালের ১৬ জুলাই প্রতিষ্ঠিত হয়। এটি জয়পুরহাট-বগুড়া সড়কে অবস্থিত।
ক্যাডেট কলেজে আবেদনকারীর যোগ্যতা:
ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;
ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১১ থেকে ১৩.৫ বছরের মধ্যে;
শারীরিক যোগ্যতা:
উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।
সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে
দৃষ্টি শক্তি:
চশমাহীন: এক চোখে: ৬/১২; অন্য চোখে: ৬/১৮
চশমাসহ: এক চোখে: ৬/৬; অন্য চোখে: ৬/৬
উল্লেখ্য, চশমার পাওয়ার কোনো (-) 2D এর এর বেশি হবে না। অ্যাসটিগম্যাটিজম এর ক্ষেত্রে Spherical Equivalent হিসেব করতে হবে।
অযোগ্যতা:
পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে;
লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে;
গ্রস নকনী (Gross Knock Knee), ফ্লাট ফুট (Flat Foot),কালার ব্লাইন্ড (color Blind) ও অতিরিক্ত ওজন (Over Weight).
অ্যাজমা, মৃগী, হৃদ্র রোগ, বাত, বাতজ্বর, যক্ষ্মা, পুরাতন আমশয়, হেপাটাইটিস, ডিওডেনাল আলসার, রাতকানা, যেকোনো প্রকার ডায়াবেটিস, হেমোফাইলিয়া, ক্লেপটোম্যানিয়া, বিছানায় প্রস্রাব করা ইত্যাদি রোগে আক্রান্ত হলে;
স্বাস্থ্য-পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ।
ফরম পূরণের জন্য যেসব কাগজপত্র লাগবে:
৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়);
জন্মনিবন্ধন/জন্মসনদের সত্যায়িত ফটোকপি;
অধ্যয়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা/ইংরেজি মাধ্যম /মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ;
পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের সপক্ষে কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র;
প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা: সিলেবাস ও মানবণ্টন
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা হবে। এতে মোট ৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইংরেজি-১০০ নম্বর, গণিত-১০০ নম্বর, বাংলা-৬০ নম্বর, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা-৪০ নম্বর।
ইংরেজি:
Grammar: Sentence, Parts of Speech, Gender, Number, Punctuation and use of Capital Letters,Tense, Subject and Predicate, Agreement of Subject and Verb, Transformation of Sentences, Right Form of Verbs, Contractions, Rearrange Jumbled Words to Make Sentences, Spelling, Phrases & Idioms.
Guided Writing: Paragraph Writing, Dialogue Writing, Picture Description, Letter/ Application/ Email Writing, Comprehension (Seen/Unseen Text), Story Writing (From Given Outline), Argumentative Writing.
বাংলা:
সাহিত্য অংশ: কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক, সাহিত্যের রূপ, বৈশিষ্ট্য ও পার্থক্য
ব্যাকরণ: ধ্বনি ও বর্ণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি; শব্দ ও পদ পরিচয়: শব্দ, পদ, পদের শ্রেণিবিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ, লিঙ্গ, বচন, ক্রিয়ার কাল: শ্রেণিবিভাগ ও প্রয়োগ, কারক, বাগধারা, এককথায় প্রকাশ ও বিরাম চিহ্ন।
নির্মিতি/রচনা রীতি: ভাব-সম্প্রসারণ, অনুচ্ছেদ লিখন/যুক্তিভিত্তিক অনুচ্ছেদ (১০-১৫ বাক্য), অনুধাবন।
গণিত:
প্রথম অধ্যায়: স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, দ্বিতীয় অধ্যায়: অনুপাত ও শতকরা, তৃতীয় অধ্যায়: পূর্ণসংখ্যা, চতুর্থ অধ্যায়: বীজগণিতীয় রাশি, পঞ্চম অধ্যায়: সরল সমীকরণ,ষষ্ঠ অধ্যায়: জ্যামিতির মৌলিক ধারণা, সপ্তম অধ্যায়: ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায়: তথ্য ও উপাত্ত।
বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা:
বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ, বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়াবলি, বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলি, খেলাধুলা, বুদ্ধিমত্তা (আইকিউ)।
ক্যাডেট কলেজের ভর্তি ও টিউশন ফি:
ক্যাডেট কলেজ ভর্তির শুরুতে আনুসঙ্গিক খরচসহ আনুমানিক ৮০০০০ থেকে ৮৫০০০ টাকা লাগতে পারে। এর মধ্যে জামানতের টাকা কলেজজীবন শেষ হওয়ার পর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফেরত দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের মাসিক বেতন নির্ধারণ করা হয় পিতামাতার আয়ের ওপর ভিত্তি করে। শিক্ষার্থীদের মাসিক টিউশন ফি সর্বনিম্ন ১৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।