নতুন স্বপ্নে পথচলা শুরু, হামদর্দ পাবলিক কলেজের নবাগতদের বরণ

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ PM
নবীন বরণ অনুষ্ঠানে হামদর্দ পাবলিক কলেজ শিক্ষার্থীদের পরিবেশনা

নবীন বরণ অনুষ্ঠানে হামদর্দ পাবলিক কলেজ শিক্ষার্থীদের পরিবেশনা © টিডিসি ফটো

নতুন আশার আলো, নতুন সম্ভাবনার হাতছানি। তরুণ মুখগুলোয় ছিল কৌতূহল আর চোখজোড়া স্বপ্নে ভরা। শিক্ষা জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখার মুহূর্তে রাজধানীর বাংলামোটরে হামদর্দ প্রধান কার্যালয়ের ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া মিলনায়তন যেন হয়ে উঠেছিল এক স্বপ্নমঞ্চ, যেখানে মিলেছিল ভ্রাতৃত্ব আর দিক নির্দেশনার ছোঁয়া।

নতুন পরিবেশ, নতুন বন্ধু আর নতুন স্বপ্ন; এই তিনের এক অনন্য সমন্বয়ে হামদর্দ পাবলিক কলেজে অনুষ্ঠিত হলো একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে হামদর্দ প্রধান কার্যালয়ের ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠান যেন পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়।

নবীন শিক্ষার্থীদের একাংশ

 

অনুষ্ঠানের সূচনা হয় ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন হিসেবে পবিত্র কোরআন তেলাওয়াত ও শ্রীমদ্ভগবদ গীতা পাঠের মাধ্যমে। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। একাদশ শ্রেণিতে নতুন ভর্তি ৪৫০ শিক্ষার্থীর চোখেমুখে ছিল নতুন স্বপ্নের ঝলক, ছিল আনন্দ আর উচ্ছ্বাস। নবাগতদের বরণ করে নেন কলেজের শিক্ষকবৃন্দ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘তোমাদেরকে হামদর্দ শিক্ষা পরিবারে স্বাগত জানাই। এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম তোমাদেরকে প্রতিষ্ঠানের পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেবে এবং সামনের দিনগুলোতে সঠিক দিক নির্দেশনা দেবে। তোমরা স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন পুরণের জন্য পরিশ্রম করো। তাহলে সফলতা অবধারিত।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘যদি তোমরা বিশ্বাসী হও, কঠোর পরিশ্রম করো, তাহলে তোমাদের জয় কেউ আটকাতে পারবে না। তোমরা সফল হবেই।’ এসময় তিনি কলেজের ইতিহাস ও শিক্ষার্থীদের সফলতার গল্প তুলে ধরেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের সৎ ও মানবিক হওয়ার পরামর্শ দেন তিনি। কলেজের ইতিহাস, শিক্ষাদর্শন, শৃঙ্খলা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণাও দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি এবং হামদর্দ পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আলোকিত মানুষ হবার জন্য দরকার সঠিক শিক্ষা এবং সেই শিক্ষার যথাযথ প্রয়োগের মাধ্যমে সমাজের ও মানুষের সেবা করা।’ 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন হামদর্দ পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া

 

তিনি হামদর্দ পাবলিক কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘কলেজের শিক্ষার্থীরা অর্জিত জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজের সেবা করবে আমরা এটাই প্রত্যাশা করি। এ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো প্রকৃত মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যপক কামরুন নাহার হারুন। নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; চরিত্র ও দায়িত্ববোধ তৈরি করাও শিক্ষার অংশ। এই প্রতিষ্ঠান শুধু শিক্ষাদান নয়, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর।’ তিনি বলেন, ‘আমি তোমাদের সাথে ছিলাম, সামনেও তোমাদের সাথে থাকব। তোমাদের হাত ধরে দেশ এগিয়ে যাবে, তোমরা কখনও দেশকে মলিন হতে দিও না। মানব সেবায় তোমরা এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।’

নবীন শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন হামদর্দ কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যপক কামরুন নাহার হারুন

 

কলেজটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিক হাসান বসুনিয়া ও সুমাইয়া সাবরিনের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বুয়েটে অধ্যায়নরত শিক্ষার্থী পার্থ সরকার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে সামিহা মিমু। অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে ছিলেন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সুরঞ্জীত দেবনাথ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজের পরিচালকবৃন্দ, কলেজের গভর্নিং বডির সদস্যরা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক পরিবেশনায়। কলেজের শিক্ষার্থীরা পরিবেশন করে দেশাত্মবোধক গান, নৃত্য ও রম্য নাটিকা। শিক্ষার্থীদের পরিবেশিত নাটিকায় কলেজের শৃঙ্খলা ও আচরণবিধি উপস্থাপিত হয় হাস্যরসের ছোঁয়ায়। আরও ছিল তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম সাকিবের পরিবেশনা।

এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার বিদায়ে নিশ্চিত হলো প্লে-অফের ৪ দল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
চৌধুরী জায়দান শারাফাত–মুয়ীদ ডাবলস বিজয়ী, গাজী রাকিব সিঙ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দুই দিনের কর্মসূচি বিএনপির
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9