একাদশ ভর্তির জন্য দ্বিতীয় ধাপেও শিক্ষার্থী পায়নি ৪১৩ কলেজ

শিক্ষার্থী
শিক্ষার্থী  © সংগৃহীত ছবি

চলতি বছরের একাদশ শ্রেণি (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনে দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, দেশের ৪১৩টি কলেজ ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পানি। আর ১০টি কলেজে কোনো আবেদনই করা হয়নি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হকও দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর সারাদেশের ৮ হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি করানো হচ্ছে। ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো পছন্দের কলেজে স্থান পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪১৮। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪১৩টিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পাওয়া যায়নি। 

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক বলেন, প্রথম ধাপে একজন শিক্ষার্থীও ভর্তির জন্য না পাওয়া কলেজের সংখ্যা ছিল ৩৭৮টি। দ্বিতীয় ধাপে এসে সেটা বেড়েছে। নতুন করে আরও যে ৩৫টি কলেজ ভর্তিযোগ্য শিক্ষার্থী পায়নি, তারা প্রথম ধাপে কিছু শিক্ষার্থী পেয়েছিল। তবে সেসব শিক্ষার্থীরা মাইগ্রেশন করে অন্য কলেজে চলে গেছেন। দ্বিতীয় ধাপে এসে শিক্ষার্থী না পাওয়া কলেজের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৩টি। আমাদের সামনে আরও একটি ধাপ রয়েছে। তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। 

এর আগে গত ২০ আগস্ট রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে মোট ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছিল ৫ হাজার ৭৬৫ জন।


সর্বশেষ সংবাদ