এইচএসসিতে যশোর বোর্ডের ১৩৪ পরীক্ষার্থী পাচ্ছে বিশেষ সুবিধা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের ১৩৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময় সুবিধা পেয়েছে। এর মধ্যে ১৪ জন পরীক্ষার্থী শ্রুতিলেখকসহ অতিরিক্ত ২০ মিনিট সময় পাচ্ছে এবং বাকি ১২০ জন শুধুমাত্র অতিরিক্ত ৩০ মিনিট সময় পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন ।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের ভিত্তিতে বোর্ড তাদের শ্রুতিলেখক ও অতিরিক্ত সময়ের অনুমোদন দেয়। শ্রুতিলেখক হিসেবে বিভিন্ন স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যেসব পরীক্ষার্থীর প্রতিবন্ধী কার্ড আছে তারা পরীক্ষার নির্ধারিত চেয়ে সময়ের অতিরিক্ত পাচ্ছে। শ্রুতিলেখক নিলে অতিরিক্ত ২০ মিনিট আর শ্রুতিলেখক না অতিরিক্ত ৩০ মিনিট সময় দেয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করা প্রতিবন্ধি পরীক্ষার্থীদের এ সুযোগের ব্যবস্থা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ