লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানেও সন্ধান মেলেনি নিখোঁজ কলেজছাত্রের

১০ আগস্ট ২০২৩, ১২:৪০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
নিখোঁজ মোহাম্মদ সাকিবকে উদ্ধারে সেনাবাহিনীর অভিযান

নিখোঁজ মোহাম্মদ সাকিবকে উদ্ধারে সেনাবাহিনীর অভিযান © টিডিসি ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যার পানির স্রোতে নিখোঁজ মোহাম্মদ সাকিব (১৮) নামে এক কলেজছাত্রকে উদ্ধারে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী।

বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে ২নম্বর ওয়ার্ডের শাহ আলম খান সড়কস্থ ঘটনাস্থলের আশপাশ এলাকায় পানিতে এ অভিযান পরিচালনা করা হয়।

নিখোঁজ সাকিব একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ জলিল নগর এলাকার প্রবাসী সামশুল ইসলামের পুত্র ও সাতকানিয়া এম. এ. মোতালেব কলেজের ছাত্র।

স্থানীয়রা জানিয়েছেন, গত মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ৩টার দিকে নিজ এলাকা থেকে সাকিবসহ ৪ বন্ধু মিলে পানি দেখতে বের হন। রেললাইন হয়ে হেঁটে তারা শাহ আলম খান সড়ক এলাকায় আসেন।

সেখান থেকে তারা ডুবন্ত সড়ক দিয়ে যাবার সময় পানির স্রোতে তলিয়ে যায়। এ সময় আশপাশের লোকজনের সহায়তায় অপর তিন বন্ধুকে উদ্ধার করা হলেও সাকিবকে পাওয়া যায়নি। ঘটনার পর সাকিব উদ্ধারে তার স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে সন্ধান করেন।

উদ্ধার অভিযানে আসা বাংলাদেশ সেনাবাহিনী ১০ পদাতিক ডিভিশনের মেজর মাহফুজ জানান, খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম স্প্রিটবোট নিয়ে ঘটনাস্থলের আশপাশ এলাকায় নিখোঁজ সাকিবকে উদ্ধারে প্রায় ৩ ঘন্টা অভিযান পরিচালনা করেন। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলের অদূরে সাকিবের ব্যবহৃত ছাতাটি উদ্ধার করা হয়েছে।

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেলেন বিমান বাহিনীর ৩৫ সদস্য
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে সেই জামায়াত নেতার কুশপুত্তলিক দাহ করবে শিক্ষার্থীরা
  • ২৫ জানুয়ারি ২০২৬
এবার ঢাবির মাঠে কিশোরদের কান ধরে উঠবস করালেন সর্বমিত্র চাকম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানালেন এনটি…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মহিলা জামায়াত কর্মীদের হিজাব খুলতে চাওয়ায় লালমনিরহাটে সংঘর্…
  • ২৫ জানুয়ারি ২০২৬