বরিশালে নিরাপদ সড়ক, বর্জ্য ব্যবস্থাপনা ও তথ্য অধিকার বিষয়ক প্রেসমিট © সংগৃহীত
বরিশালে নিরাপদ সড়ক, বর্জ্য ব্যবস্থাপনা ও তথ্য অধিকার বিষয়ক কার্যক্রম তুলে ধরতে একটি শোকেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) বরিশালের ইউরো কনভেনশন হলে সকাল সাড়ে দশটায় এ আয়োজন শুরু হয়।
দিনব্যাপী এ আয়োজনে গত চার মাসে বরিশাল জেলায় লাল সবুজ সোসাইটির বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার লক্ষ্যে এ শোকেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এ সময়ের মধ্যে সম্পাদিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা এবং আগামী দিনে কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করা হবে।
গত চার মাসব্যাপী লাল সবুজ সোসাইটির উদ্যোগে দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং এফসিডিও এর অর্থায়নে ইতোমধ্যে বরিশালে একাধিক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় অংশগ্রহণকারীদের মতামত, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এ আয়োজনে বরিশালের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, নাগরিক সাংবাদিকসহ নানা শ্রেনি পেশার মানুষ অংশ নেন।
আরও পড়ুন: হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম
এ শোকেস প্রোগ্রামে প্যানেল আলোচনায় অংশ নেন সাজ্জাদ পারভেজ (সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর), মো. শাকিলুজ্জামান (সহকারী পরিচালক, জেলা তথ্য অফিস, বরিশাল), দিপু হাফিজুর রহমান (ডেপুটি ডিরেক্টর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল), শিউলি সাহা (সদস্য, মহিলা পরিষদ), মেহের আফরোজ মিতা (রিজিওনাল কো-অর্ডিনেটর, দ্য হাঙ্গার প্রোজেক্ট), অপূর্ব অপু (ব্যুরো প্রধান, সময় টিভি), সাইদ পান্থ (ব্যুরো প্রধান, চ্যানেল আই), ডা. ইসরাক ইউনুস ইমা (লেকচারার, কমিউনিটি মেডিসিন বিভাগ, সাউথ এপোলো মেডিক্যাল কলেজ) এবং শুভংকর চক্রবর্তী (সভাপতি, ম্যাপ)।
আলোচনায় বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগে বরিশালের বর্জ্য ব্যবস্থাপনা, ‘নিরাপদ সড়ক ও তথ্য অধিকার বিষয়ে লাল সবুজ সোসাইটির এ উদ্যোগ অনন্য। এধরণের প্রোগ্রামে বরিশালের নাগরিক সেবা অনেকটাই উন্নত হচ্ছে। লাল সবুজ সোসাইটির এ আযোজন ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং বরিশালের উন্নয়নও দৃশ্যমান হবে বলে আশা করি।’
আয়োজকরা জানান, ‘অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতি ও মতামত লাল সবুজ সোসাইটি'র ভবিষ্যৎ কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে সহায়ক হবে।’