জব্দ করা সিমেন্টসহ আটক পাচারকারীরা © সংগৃহীত
কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে মিয়ানমার পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট ও ট্রলারসহ ১১ পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।
রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আটকরা কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
লে. কর্নেল সিয়াম-উল-হক বলেন, শনিবার মধ্যরাত ১টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সাগর এলাকায় মাছ ধরার একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পাচারকারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়। এ সময় ট্রলারে থাকা ১১ পাচারকারিকে আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশি চালিয়ে ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিমেন্টের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৩৭ হাজার টাকা।
তিনি আরও জনান, জব্দ করা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।