আনোয়ারায় রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালে গ্যাসলাইনে লিকেজ, হঠাৎ আগুন

১৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ AM
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারায় সিইউএফএল সড়ক সম্প্রসারণের কাজ চলাকালে গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের আমান উল্লাহপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিইউএফএল সড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাটি কাটার কাজ চলছিল। এ সময় হঠাৎ মাটির নিচে থাকা গ্যাসের পাইপলাইনে আঘাত লাগে। মুহূর্তের মধ্যেই গ্যাস বের হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই আগুন উঠে যায়। আগুনের শিখা কয়েক ফুট উঁচুতে উঠে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী মো. আবু তৈয়ব বলেন, ‘রাস্তা সম্প্রসারণের কাজের কারণে গ্যাস পাইপলাইনের ওপরের মাটি সরে যায়। একপর্যায়ে কাজের সময় পাইপলাইনে লিকেজ তৈরি হয়। রাতে নিরাপত্তা প্রহরায় থাকা কয়েকজন শীত নিবারণের জন্য আগুন জ্বালালে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আমার তেলের দোকানটি ঘটনাস্থলের সামনেই। হঠাৎ আগুন দেখে আমি ভয়ে হতভম্ব হয়ে যাই এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই।’

ঘটনার পরপরই কয়েকজন শ্রমিক কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাস্তা সম্প্রসারণের সময় মাটির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ সৃষ্টি হয় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আবদুল্লাহ বলেন, ‘গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসে সংশ্লিষ্ট গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করি যাতে তারা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করেন। এরপর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।’

ক্রিকেটারদের সঙ্গে স্বচ্ছতা ও দায়বদ্ধতায় অটল সিলেট টাইটান্স 
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিকাশ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ১৮ জানুয়ারি ২০২৬
অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফাঁকা ৪৭ আসনে দু-এক দিনের মধ্যে প্রার্থী ঘোষণা: এহসানুল মা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড বাতিলের বিজ্ঞপ্তিটি ভ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
পাহাড়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9