সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধে জনদুর্ভোগ, একাই রাস্তার ব্যারিকেড সরালেন নারী

১৪ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ PM
রাস্তা থেকে ব্যারিকেড সরাচ্ছেন নারী

রাস্তা থেকে ব্যারিকেড সরাচ্ছেন নারী © ভিডিও থেকে নেওয়া

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ ৪টি পয়েন্টে সড়ক অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে সায়েন্সল্যাব, ফার্মগেট, টেকনিক্যাল মোড় ও মহাখালী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র জনদুর্ভোগের সৃষ্টি হয়। 

এর মধ্যে ফার্মগেট এলাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষের তোপের মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে এক নারীকে একাই রাস্তা পরিষ্কার করতে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ওই ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ এক নারী একাই রাস্তার ‘ব্লকেড’ সরিয়ে দিচ্ছেন এবং শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিতে বাধ্য করছেন। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে তার বাকবিতণ্ডা চললেও তিনি দৃঢ় অবস্থানে থেকে রাস্তা চলাচলের উপযোগী করে তোলেন। পরে উপস্থিত অন্যান্য সাধারণ মানুষও ওই নারীকে সমর্থন জানান এবং রাস্তা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেন।

আরও পড়ুন: অধ্যাদেশ জারি না হলে সায়েন্সল্যাব মোড় ছাড়বেন না সাত কলেজের শিক্ষার্থীরা

এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি নিয়ে সরকার দীর্ঘ দিন ধরে টালবাহানা করছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবিলম্বে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর হালনাগাদ খসড়া আগামী উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি জানান তারা। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এছাড়াও একই দাবিতে বেলা ১১টার পর থেকে রাজধানীর টেকনিক্যাল মোড়ে দলে দলে এসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখানেও তারা রাস্তার ওপর অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এছাড়া সায়েন্সল্যাব ও মহাখালী মোড়েও সাত কলেজের কয়েকশ শিক্ষার্থী পৃথকভাবে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে দুপুরের পর থেকে পুরো রাজধানীতে স্থবিরতা নেমে আসে।

অবরোধের কারণে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সায়েন্সল্যাব ও ফার্মগেটসহ প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।


সাত কলেজ আন্দোলন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ফার্মগেট অবরোধ, সায়েন্সল্যাব, ট্রাফিক জ্যাম ঢাকা, শিক্ষার্থী বিক্ষোভ, জনদুর্ভোগ

জামায়াত আমিরের নির্বাচনী সফরের তালিকা প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
মানব পাচারকারী দুই গ্রুপের গোলাগুলিতে এক কিশোরীর মৃত্যু
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি নিয়ে দর কষাকষি, বড়লাটের দেহরক্ষীর গুলিতেই কি নিহত হয়েছ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে হাফিজুর–রাহাদুল
  • ১৬ জানুয়ারি ২০২৬
পাওনা টাকা পরিশোধের চাপ দেওয়ায় গৃহশিক্ষিকা ও তার মাকে খুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউবিটিতে স্প্রিং-২০২৬ নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9