‎হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফয়সালের মনোনয়নপত্র দাখিল

মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে
মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে  © টিডিসি

‎‎হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সালের পক্ষ থেকে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া হয় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমানের কার্যালয়ে।

‎মনোনয়নপত্র জমার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। ধানের শীষের পক্ষে মনোনয়নপত্র জমা দেন সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ ইসফাক আহমেদ, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দীন শামসু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক তরফদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদার আলীসহ দলটির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, সদস্য সচিব জালাল আহমেদ, প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দও উপস্থিত ছিলেন।

‎মনোনয়নপত্র দাখিলের সময় নেতারা ধানের শীষ প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!