বিয়ের আসরে ‘জাস্টিজ ফর হাদি প্ল্যাকার্ড’ হাতে বর-কনে

২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ PM
বিয়ের আসরে হাদি হত্যার বিচারের দাবি জানান বর-কনে

বিয়ের আসরে হাদি হত্যার বিচারের দাবি জানান বর-কনে © সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় বিয়ের অনুষ্ঠানে ‘জাস্টিজ ফর হাদি প্ল্যাকার্ড’ হাতে হাজির হন এক নব দম্পতি। তাদের এই ব্যতিক্রমী এক প্রতিবাদী বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের মাসুদুল হক মাসুমের সঙ্গে জিরি গ্রামের সাবিনা আক্তার সুমাইয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বর-কনের ছবিটি মূলত এই অনুষ্ঠানে তোলা হয়েছে।

স্থানীয় সূত্র ও আয়োজকরা জানান, এদিন বিয়ের আনন্দঘন মুহূর্তে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন নব দম্পতি প্লেকার্ড হাতে ছবি তোলেন বর-কনে। এ সময় বর-কনের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত বর-কনের বন্ধুরা যোগ দেন প্রতিবাদী প্লেকার্ড হাতে এবং অনুষ্ঠানে আগত অতিথিরাও একাত্মতা প্রকাশ করেন।

এসব প্লেকার্ডে লেখা ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ওসমান হাদি’, ‘জান দেবো, জুলাই দিবো না’, ‘আমি আমাদের শত্রুতার সাথেও ইনসাফ চাই’, ‘শহিদ ওসমান হাদি হত্যার বিচার চাই’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’।  এ ধরনের লেখা সংবলিত ছোট ছোট প্ল্যাকার্ড হাতে নিয়ে বিচারের দাবি জানান তারা।

পরে বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির এমন প্রতিবাদী ও মানবিক অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে বর মাসুদুল হক মাসুম বলেন, ‘বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আনন্দের মুহূর্ত থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে একটি বার্তা দিতে চেয়েছি। হাদির ন্যায়বিচার নিশ্চিত হওয়া জরুরি। এই দাবি যেন কেউ ভুলে না যায়, সেটাই আমাদের উদ্দেশ্য।’

মাসুমের বন্ধু তারেক বলেন, ‘আজকাল মানুষ বিয়েতে শুধু আনন্দেই মেতে থাকে। কিন্তু মাসুম ও সুমাইয়া দেখিয়ে দিয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও ন্যায়বিচারের পক্ষে যেকোনো সময় আওয়াজ তোলা যায়। তাদের এই সাহসী উদ্যোগ আমাদের সবাইকে ভাবতে বাধ্য করেছে।’

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নবদম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুত হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

এদিকে কুড়িগ্রাম জেলায় একটি বিয়ের বাড়িতে ‘হাদি হত্যার বিচার চাই’ প্লেকার্ড হাতে নিয়ে উপস্থিত হন বর। এমন একটি ছবিও ফেসবুকেও ভাইরাল হয়েছে। ছবিটি ফেসবুকে শেয়ার করেন রাকিব মাহমুদ নামের এক সাংবাদিক। তিনি লেখেন, বাংলাদেশের বিয়ে বাড়ির গেট। বরপক্ষের কাছে টাকা চাওয়ার পরিবর্তে কনে পক্ষ শহীদ শরিফ ওসমান হাদি হত‍্যার বিচার চায়।’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার বিদায়ে নিশ্চিত হলো প্লে-অফের ৪ দল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
চৌধুরী জায়দান শারাফাত–মুয়ীদ ডাবলস বিজয়ী, গাজী রাকিব সিঙ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9