দীর্ঘ ৮ বছর পর স্বপদে বহাল হলেন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ
- মানিকগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ PM
দীর্ঘ আট বছর ধরে চলা প্রশাসনিক ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে স্বপদে বহাল হলেন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফজলুল রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে লিখিত আবেদন দাখিল করেন।
এদিন মাওলানা মুহাম্মদ ফজলুল রহমান তার দায়িত্ব গ্রহণ-সংক্রান্ত আবেদনটি মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমানের কাছে জমা দেন। অধ্যক্ষ আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের একটি আদেশের মাধ্যমে কয়েক বছর আগে মাওলানা মুহাম্মদ ফজলুল রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ওই আদেশে পরবর্তী সময়ে তাকে চাকরিতে পুনর্বহাল ও বকেয়া ভাতা প্রদানের সিদ্ধান্ত থাকলেও তা দীর্ঘদিন কার্যকর হয়নি।
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্মারক নং
ইআবি/রেজি/প্রশা/কা.রা/টা-০২/২০১৭/৯৩০৮, তারিখ ৩০ অক্টোবর ২০২৫ খ্রি.-এর আদেশের আলোকে তদন্ত শেষে তার সাময়িক বরখাস্ত প্রত্যাহার এবং চাকরিতে বহালসহ বকেয়া ভাতা প্রদানের সুপারিশ করা হয়।
তিনি আরও জানান, বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ২৩ জুন ২০২৫ ও ২৬ আগস্ট ২০২৫ খ্রি. তারিখে পৃথক দুটি আবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটি ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে মাদরাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষক-কর্মচারী, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
তদন্ত প্রতিবেদনের আলোকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩০ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে আনুষ্ঠানিক আদেশ জারি করে। আদেশে মাওলানা মুহাম্মদ ফজলুল রহমানের সাময়িক বরখাস্ত প্রত্যাহার, চাকরিতে পুনর্বহাল এবং বকেয়া ভাতা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।
তবে অধ্যক্ষের দাবি, পরবর্তী সময়ে হাইকোর্টের রায় ও বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবীর মতামতের কারণে ওই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা দেখা দেয়। ফলে সাময়িক বরখাস্ত প্রত্যাহার হলেও পূর্ণাঙ্গভাবে চাকরিতে পুনর্বহাল ও বকেয়া ভাতা প্রদানের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।
এমতাবস্থায় মাওলানা মুহাম্মদ ফজলুল রহমান পুনরায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়ে পূর্বে গৃহীত সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। আবেদনটি ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে দাখিল করা হয়।
সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মহলের আশা দ্রুত প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের এ জটিলতার অবসান ঘটবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।