হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক ঘটনায় ২ যুবকের মৃত্যু
- হবিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০২ PM
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই যুবক মারা গেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাণীগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন এবং বিকেলে দক্ষিণ নরপতি গ্রামে সড়ক দুর্ঘটনায় অপর একজনের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রাণীগাঁও গ্রামের হাজি আব্দুল নুরের ছেলে মামুনুর রশীদ (৪২) বাড়ির আঙিনায় টিউবওয়েলের পানির মোটর মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ নরপতি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার শাহাদাতের ছেলে নিহাল আহম্মদ (২৪) কালেঙ্গা এলাকা থেকে মোটরসাইকেলে করে চুনারুঘাট আসার পথে মিরাশী তালতলা এলাকায় দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুটি ঘটনায় পৃথকভাবে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরিবারগুলোর পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।