হামলায় আহত দুই ব্যবসায়ী © সংগৃহীত
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন শাখারা এলাকায় চোর চক্রের হামলায় দুই ব্যবসায়ী আহত হয়েছেন। গভীর রাতে ডিশ লাইনের তার চুরির ঘটনায় বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে এবং এ সময় গুলিবিদ্ধ হওয়ার দাবি তুলেছেন আহতরা। তবে পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার হয়েছে—গুলির কোনো প্রমাণ মেলেনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আহতরা হলেন হাড়দ্দা গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে নাসির উদ্দিন (৪০) এবং একই এলাকার সৈয়দ রহমানের ছেলে মো. শাহিনুর রহমান (৪২)। বর্তমানে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দিন ও শাহিনুর রহমান যৌথভাবে ডিশ লাইন ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করেন। ঘটনার দিন রাত ৩টার দিকে শাকরা গ্রামের সাহেব মেম্বারের বাড়ির সামনে কয়েকজন চোর ডিশ লাইনের তার চুরি করতে থাকে। এ সময় দুই ব্যবসায়ী চোরদের একজনকে আটক করলে চোরচক্রের ৫-৬ জন সদস্য এসে তাদের মারধর শুরু করে। একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে দুজনই গুলিবিদ্ধ হন বলে স্থানীয়রা দাবি করেন। পরে এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত ব্যবসায়ী শাহিনুর রহমান বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে আমরা একজন চোরকে আটক করি। এরপর আরও কয়েকজন এসে আমাদের মারপিট করে। একসময় গুলির শব্দ শুনতে পাই, এতে আমি ও নাসির আহত হই। পরে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শোভন মল্লিক জানান, আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তারা কীভাবে আহত হয়েছেন বা গুলিবিদ্ধ হয়েছেন কি না, সেটি নিশ্চিত করতে তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
অন্যদিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা দেশীয় বিস্ফোরক বা ককটেল বিস্ফোরণে তারা আহত হয়েছেন। গুলির কোনো প্রমাণ পাওয়া যায়নি।