সাতক্ষীরায় চোর চক্রের হামলায় দুই ব্যবসায়ী আহত

১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ PM
হামলায় আহত দুই ব্যবসায়ী

হামলায় আহত দুই ব্যবসায়ী © সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন শাখারা এলাকায় চোর চক্রের হামলায় দুই ব্যবসায়ী আহত হয়েছেন। গভীর রাতে ডিশ লাইনের তার চুরির ঘটনায় বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে এবং এ সময় গুলিবিদ্ধ হওয়ার দাবি তুলেছেন আহতরা। তবে পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার হয়েছে—গুলির কোনো প্রমাণ মেলেনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আহতরা হলেন হাড়দ্দা গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে নাসির উদ্দিন (৪০) এবং একই এলাকার সৈয়দ রহমানের ছেলে মো. শাহিনুর রহমান (৪২)। বর্তমানে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দিন ও শাহিনুর রহমান যৌথভাবে ডিশ লাইন ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করেন। ঘটনার দিন রাত ৩টার দিকে শাকরা গ্রামের সাহেব মেম্বারের বাড়ির সামনে কয়েকজন চোর ডিশ লাইনের তার চুরি করতে থাকে। এ সময় দুই ব্যবসায়ী চোরদের একজনকে আটক করলে চোরচক্রের ৫-৬ জন সদস্য এসে তাদের মারধর শুরু করে। একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে দুজনই গুলিবিদ্ধ হন বলে স্থানীয়রা দাবি করেন। পরে এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত ব্যবসায়ী শাহিনুর রহমান বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে আমরা একজন চোরকে আটক করি। এরপর আরও কয়েকজন এসে আমাদের মারপিট করে। একসময় গুলির শব্দ শুনতে পাই, এতে আমি ও নাসির আহত হই। পরে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শোভন মল্লিক জানান, আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তারা কীভাবে আহত হয়েছেন বা গুলিবিদ্ধ হয়েছেন কি না, সেটি নিশ্চিত করতে তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

অন্যদিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা দেশীয় বিস্ফোরক বা ককটেল বিস্ফোরণে তারা আহত হয়েছেন। গুলির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত হল যেকারণে
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবিতে জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অনিক, …
  • ১০ জানুয়ারি ২০২৬
মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর শিক্ষাবিদ ইরফানুল বারী আর নেই
  • ১০ জানুয়ারি ২০২৬
‎লাখাইয়ে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০
  • ১০ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
  • ১০ জানুয়ারি ২০২৬
নদীর পাড়ে পড়েছিল চোখ উপড়ে ফেলা মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9