ঘটনাস্থলে পড়ে আছে গুলির খোসা © টিডিসি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেল আরোহীর গুলিতে জালাল মিয়া (২১) নামের এক যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে নবীনগর পৌরসভার কোর্ট রোডের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে জালাল মিয়ার ওপর ধারাবাহিকভাবে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
গুলিবিদ্ধ জালাল মিয়া নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, নবীনগরে গুলিতে একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।