অন্তঃসত্ত্বা সেই নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করল বিজিবি

বিএসএফের কাছে হস্তান্তর
বিএসএফের কাছে হস্তান্তর  © সৌজন্যে প্রাপ্ত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি দিয়ে অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার ৮ বছরের সন্তানকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, পুশইন আন্তর্জাতিক মানবাধিকার ও দ্বিপাক্ষিক সীমান্ত চুক্তির লঙ্ঘন। বাংলাদেশ মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে পুরো প্রক্রিয়াটি নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে।

 তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে বিএসএফ এ ধরনের অমানবিক আচরণ বন্ধ করবে।

এর আগে, গত ২৫ জুন বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছয় ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করে। পরবর্তীতে আদালতের নির্দেশে সোনালী ও তার শিশুকে মানবিক বিবেচনায় স্থানীয় জিম্মায় দেওয়া হয়। ভারতীয় সহকারী হাইকমিশনের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির উদ্যোগে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।


সর্বশেষ সংবাদ