আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

কুয়াকাটা সমুদ্রসৈকতে  পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান
কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান  © টিডিস ফটো

পর্যটন নগরী কুয়াকাটায় দেখা গেল এক ভিন্ন দৃশ্য—হাতে গ্লাভস, ব্যাগ আর ঝুড়ি নিয়ে সৈকতজুড়ে ছড়িয়ে পড়েছেন দুই শতাধিক তরুণ স্বেচ্ছাসেবক। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসকে সামনে রেখে তারা নামেন এক ব্যতিক্রমী পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযানে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গুড নেইবারস বাংলাদেশ–কলাপাড়া ও তালতলী সিডিপির আয়োজনে, উপজেলা প্রশাসন, পৌরসভা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচিতে শুধু আবর্জনা অপসারণই নয়—সৈকতের সৌন্দর্য রক্ষায় নতুন বার্তা ছড়িয়ে দেন অংশগ্রহণকারীরা। স্থাপন করা হয় একটি বড় স্থায়ী ময়লার বিন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আরও পাঁচটি ডাস্টবিন, যাতে পর্যটকরা সহজেই ময়লা ফেলতে পারেন।

কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। তিনি বলেন, ‘কুয়াকাটা শুধু আমাদের নয়—সমগ্র দেশের সম্পদ। পরিচ্ছন্নতায় সবার অংশগ্রহণই এখানে সবচেয়ে বড় শক্তি।’

এ সময় গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি প্রধান বার্টিন গোমেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আছাদুজ্জামান খান ও বীচ ব্যবস্থাপনা কমিটির সদস্য মতিউর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবীরা জানান, শুধু দিবস উদযাপন নয়—সারা বছর ধরে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। তাদের আহ্বান, স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটক—সবারই উচিত পরিচ্ছন্ন কুয়াকাটা গড়তে দায়িত্বশীল ভূমিকা রাখা।

স্বেচ্ছাসেবক দিবসে বিশাল সৈকতে শুধু ঢেউয়ের শব্দই নয়, শোনা গেছে তরুণদের প্রতিশ্রুতিও—একটি পরিচ্ছন্ন ও সুন্দর কুয়াকাটা গড়ার অঙ্গীকার।


সর্বশেষ সংবাদ