দিনাজপুরে সহকারী খাদ্য পরিদর্শক পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ছাত্র ও ডিভাইসসহ ছাত্রী আটক

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আটক যুবক
নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আটক যুবক  © টিডিসি

দিনাজপুরে সহকারী খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে এক ছাত্র এবং ডিভাইসসহ এক ছাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৯ নভেম্বর) সকালে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং সদর উপজেলার পরাজপুর ফাসিলাডাঙ্গা হাইস্কুল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট রসুলপুর গ্রামের রেজাউল করীমের ছেলে মিফতাহুল জান্নাত এবং পঞ্চগড় জেলার বাসিন্দা চাকরিপ্রত্যাশী শিরিন আক্তার।

সূত্র জানায়, টিটিসি কেন্দ্রে পরীক্ষার সময় কক্ষ পরিদর্শক উত্তরপত্রে স্বাক্ষর নেওয়ার সময় মিফতাহুলের ছবির সঙ্গে মিল না পাওয়ায় সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দিনাজপুরের ওমর ফারুক নামে একজনের হয়ে প্রক্সি দিচ্ছিলেন। তাকে পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিফতাহুল জানান, রংপুর শহরের নজরুল চত্বর এলাকার মেসে তার আট হাজার টাকা বকেয়া ছিল। মেস মালিক শরীফ বাবু তাকে প্রস্তাব দেন—অন্যের হয়ে খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় বসলে বকেয়া মাফ করে দেওয়া হবে।

অন্যদিকে পরাজপুর ফাসিলাডাঙ্গা হাইস্কুল কেন্দ্রে ডিভাইসসহ পরীক্ষায় অংশ নেওয়ায় শিরিন আক্তারকে আটক করে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান বলেন, ‘সম্প্রতি ডিভাইস জড়িত একটি চক্রের তিনজনকে আমরা আটক করেছিলাম। আজকের ঘটনাটিও সেই ধারাবাহিকতার অংশ। আমরা নতুন একটি চক্রের সন্ধান পেয়েছি। জিজ্ঞাসাবাদ চলছে, অন্য সদস্যদের ধরতেও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

তিনি আরও জানান, আজকের ঘটনায় সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র সচিবকে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ