চিকিৎসার জন্য ঢাকা আসার পথে মাঝনদীতে শিশুর অক্সিজেন সরবরাহ বন্ধ, কোস্টগার্ডের সহায়তায় রক্ষা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:২৪ PM
ভোলা থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় আসার পথে অক্সিজেন সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে মৃত্যুমুখে পড়া শিশুকে জরুরি সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে মুন্সিগঞ্জ সংলগ্ন এলাকায় এ সহায়তা দেওয়া হয়। জরুরি চিকিৎসা সহায়তা পেয়ে ঝুঁকিমুক্ত হয় শিশুটি।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার এক ব্যক্তি তার অসুস্থ শিশুকে উন্নত চিকিৎসার জন্য লঞ্চযোগে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চটি মুন্সিগঞ্জ সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেন সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যাওয়ায় অসুস্থ শিশুর জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ শিশুর নানা কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ নম্বরে বিষয়টি অবগত করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড পাগলা স্টেশন থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাইস্পিড বোটে অতি দ্রুত লঞ্চে যায়। নতুন গ্যাস সিলিন্ডারটি সংযুক্তির মাধ্যমে অসুস্থ শিশুকে ঝুঁকিমুক্ত করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ শিশুকে সদরঘাট থেকে সিভিল অ্যাম্বুলেন্সে ঢাকার মিরপুরে ডা. এম আর খান শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।