সাতক্ষীরা-২ আসনে আলিমের মনোনয়নের দাবিতে মানববন্ধন

২১ নভেম্বর ২০২৫, ০৭:৩০ PM
বিএনপি নেতা আব্দুল আলিমের সমর্থকদের মানববন্ধন

বিএনপি নেতা আব্দুল আলিমের সমর্থকদের মানববন্ধন © টিডিসি

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদ এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টানা সাতবারের চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা মাছবাজার সংলগ্ন এলাকায় কয়েক হাজার সাধারণ মানুষ ও নেতাকর্মী এ মানববন্ধনে অংশ নেন। এর আগে কয়েকদিন দিন ধরে সড়কে শুয়ে বিক্ষোভ এবং রাতেও মশাল মিছিল করেছে আলিম সমর্থকেরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির সদ্য মনোনীত প্রার্থী আব্দুর রউফ একজন বহিষ্কৃত নেতা এবং তিনি জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিয়েছিলেন। দলের কোনো গুরুত্বপূর্ণ পদে না থেকেও কীভাবে তিনি মনোনয়ন পেলেন—এ নিয়ে জেলা জুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, চেয়ারম্যান আব্দুল আলিম গত ১৭ বছর ধরে ‘সৈরাচার সরকারের’ জুলুম–নির্যাতন সহ্য করে নেতাকর্মীদের পাশে থেকেছেন। দু’বার ক্রসফায়ারের আসামি হয়েও আন্দোলন-সংগ্রাম থেকে সরে যাননি। এমন ত্যাগী নেতাকে বাদ দিয়ে বারবার দল পরিবর্তনকারী আব্দুর রউফকে মনোনয়ন দেওয়া হয়েছে, এটি নেতাকর্মীদের প্রতি অবজ্ঞা। 

নেতারা আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে আব্দুল আলিমকে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার জোর দাবি জানান। অন্যথায় কঠোর ও ধারাবাহিক কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সদস্য মো. আতিয়ার রহমান, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহিন ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাসান, সাধারণ সম্পাদক নাসিম বিল্লাহ, বেউকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুছ আলী বুলু, সাধারণ সম্পাদক মো. তজিবুর রহমান টুটুল, বাশদা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নজরুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক বজলুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দিলে এ এলাকার জনমানুষ কঠোর আন্দোলনে নামবে।

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর 
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে শোক বই
  • ১৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাবির তরুণ শিক্ষার্থীদের ৮ পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাকসুর দাবিতে বিকালে স্মারকলিপি, সন্ধ্যায় ছাত্রদলসহ দুই ভিপ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রযুক্তি-নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সচেতনতা জরু…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9