সাবেক শিবির নেতার গাড়িতে আগুন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ PM
কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের সাবেক এক নেতার মালিকানাধীন পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। এতে পিকআপটি সম্পূর্ণ পুড়ে যায়।
পিকআপ ভ্যানটির মালিক ফজলুল হক মোল্লা চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক এবং চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের কর্মী। তিনি পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের বাসিন্দা।
ফজলুল হক মোল্লা জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে তিনি পিকআপটি মহাসড়কের পাশে রেখে দেন। সোমবার ভোরে মাছ আনার জন্য গাড়িটি ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পেট্রল ঢেলে পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। পাশেই একটি ট্রাক দাঁড়িয়ে থাকলেও সেটিতে আগুন দেওয়া হয়নি।
আরও পড়ুন: শূন্য পদের তথ্য সংগ্রহ নিয়ে এনটিআরসিএ-টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো
তার দাবি, পরিকল্পিতভাবেই তাঁর গাড়িটিকে লক্ষ্য করে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে তিনি, স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। জীবিকার একমাত্র সম্বল পুড়ে যাওয়ায় তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
চৌদ্দগ্রামের মিয়ার বাজার হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং পুড়ে যাওয়া পিকআপটি থানায় আনা হয়েছে।
এ ছাড়া চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।