জেলে জালে ধরা পড়া পাঙ্গাসটির ওজন ১৮ কেজি © টিডিসি
পটুয়াখালীর পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বড় একটি পাঙ্গাস মাছ। নদীতে এমন বড় আকারের পাঙ্গাস ধরা পড়া স্থানীয়দের কাছে বিরল এক ঘটনা হিসেবে দেখা দিয়েছে। পরে মাছটি আল মদিনা সুপার মার্কেটে ৮৫০ টাকা কেজি দরে প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি হয়।
বুধবার (১২ নভেম্বর) সকালে দুমকি উপজেলার পাঙ্গাসিয়া পয়েন্ট এলাকায় স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার জালে ধরা পড়ে মাছটি।
সাধারণত এই অঞ্চলে এ ধরনের বড় আকৃতির পাঙ্গাস মাছ দেখা যায় না। তবে সমুদ্রে এমন আকৃতির পাঙ্গাস মাছ আগেও ধরা পড়ার নজির আছে। তবে নদীতে এমন মাছের দেখা পাওয়া বিরল বলছেন জেলেরা।
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের অবস্থা আল মদিনা সুপার মার্কেটে মাছটি বিক্রি করা হয়েছে। স্থানীয় ক্রেতারা মাছটি কেটে ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৩০০ টাকায় ওই মাছ ক্রয় করেন।
জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, ‘এত বড় পাঙ্গাস মাছ সচরাচর জালে আটকের ঘটনা খুবই বিরল। আশা করি এ ধরনের বড় মাছ ভবিষ্যতেও বেশি বেশি ধরা পড়বে।’