বঙ্গোপসাগরে জেলের জালে ধরা সাড়ে ২১ কেজির বিরল ‘কালো পোয়া’ মাছ
- কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:১৬ PM
পটুয়াখালীর কলাপাড়ায় জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২১ কেজি ওজনের বিরল প্রজাতির একটি ‘কালো পোয়া’ মাছ। স্থানীয়ভাবে কেউ একে ‘দাঁতিনা’, আবার কেউ ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে চেনে। শনিবার (৮ নভেম্বর) সকালে মাছটি উপজেলার মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিশ আড়তে আনা হলে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
জানা গেছে, তিন দিন আগে ‘এফবি ভাই ভাই’ নামের একটি মাছ ধরার ট্রলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল আকৃতির কালো পোয়া মাছটি ধরা পড়ে। সচরাচর এত বড় আকারের মাছ জেলেদের জালে ওঠে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
ফয়সাল ফিশ আড়তের মো. রাজু বলেন, ‘মাছটি আড়তে তোলার পর ডাকের মাধ্যমে এক লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। মাছটির এয়ার ব্লাডার (বায়ু থলি) অত্যন্ত দামি হওয়ায় আমরা বেশি দামের আশায় এটি চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, ‘মহিপুর বন্দরে এত বড় দাঁতিনা মাছ বহুদিন দেখিনি। খবর শুনেই দেখতে এসেছি। এক লাখ টাকার ডাক উঠেছে, এটা সত্যিই বিস্ময়কর।’
ইকোফিশ বাংলাদেশ-এর গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, ‘কালো পোয়া একটি বিরল সামুদ্রিক মাছ। বঙ্গোপসাগরের কাদামাটি বা বালুময় তলদেশে এদের বসবাস। সাধারণত এরা ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং ১০ থেকে ২৫ কেজি পর্যন্ত ওজনের হয়, তবে ৫০ কেজির বেশি ওজনেরও নজির রয়েছে।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি নিঃসন্দেহে আনন্দের খবর। মাছটির এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে অত্যন্ত দামি হওয়ায় একে ‘ব্ল্যাক স্পটেড ক্রোকার’ও বলা হয়। জেলেরা এমন বড় ও দুষ্প্রাপ্য মাছ ধরতে পেরে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।’