বাজারে কমেছে সবজির দাম, মাছ-মাংস আগের মতোই

২৬ অক্টোবর ২০২৫, ১২:২২ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ১২:২৭ PM
সবজি বাজার

সবজি বাজার © টিডিসি ফটো

সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমেছে। শীতকালীন সবজির উৎপাদন বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যার প্রভাবে সবজির দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রবিবার (২৬ অক্টোবর) গোপালগঞ্জের নতুন বাজার, পাটগাতি বাজার ও জোয়ারিয়া বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, চলতি সপ্তাহে শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় দামের ওপর প্রভাব পড়েছে। সব ধরনের সবজির কেজিপ্রতি দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে।

সবজি বিক্রেতারা জানান, এই সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। উৎপাদন ও সরবরাহ বেড়ে যাওয়ার কারণে দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে দাম আরও কমতে পারে বলেও তারা আশা করছেন।

পাটগাতি বাজারের সবজি বিক্রেতা রঞ্জন হিরা বলেন, ‘চলতি সপ্তাহে সব ধরনের সবজির কেজিপ্রতি দাম ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে। শীতের সবজি প্রচুর পরিমাণে বাজারে আসছে, তাই দামের ওপর প্রভাব পড়েছে। আগামী সপ্তাহে দাম আরও কমবে।‘

বর্তমানে বাজারে উচ্ছে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকায়, ঢেঁড়স ৬০, সিম ১০০, গোল বেগুন ৮০, শশা ৩০, মরিচ ১৬০, পেঁপে ৩০, লাউ ২০, চালকুমড়া ২০, মুলা ৩০, ধনেপাতা ২০০, টমেটো ১০০, কাঁকরোল ৫০, বরবটি ৫০, কচুর লতি ৬০, আলু ২০ এবং মিষ্টি কুমড়া ৩০ টাকায়।

এ ছাড়া লাল শাকের আঁটি ২০ টাকা, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ১৫ টাকা, পালং শাক ২৫ টাকা এবং কলমি শাক ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। বিক্রেতারা জানান, গত সপ্তাহেও একই দামে মুরগি বিক্রি হয়েছে।

পাটগাতি বাজারের মুরগি বিক্রেতা রবিউল খান বলেন, ‘গত সপ্তাহের দামেই ব্রয়লারসহ অন্যান্য মুরগি বিক্রি হচ্ছে। সোনালি মুরগি কেজিপ্রতি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৫২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।‘

লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকায় এবং দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকায়।

চাষের শিং মাছ কেজিপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা, রুই ৪০০ থেকে ৬০০, মাগুর ৮০০ থেকে ১,০০০, মৃগেল ৩০০ থেকে ৪০০, পাঙাশ ২০০ থেকে ২৫০, চিংড়ি ৮০০ থেকে ১,০০০, বোয়াল ৬০০ থেকে ১,২০০, কাতলা ৪০০ থেকে ৮০০, পোয়া ৪০০ থেকে ৪৫০, পাবদা ৪০০ থেকে ৪৫০, তেলাপিয়া ২২০, কই ২৪০ থেকে ২৫০, মলা ৪৫০, বাতাসি টেংরা ১,২০০, কাচকি ৬০০, পাঁচমিশালি মাছ ২২০ এবং রূপচাঁদা ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে।

 এ ছাড়া বাইম মাছ ১,০০০ থেকে ১,২০০ টাকা, দেশি কই ১,০০০ টাকা, মেনি মাছ ৭০০, শোল মাছ ৭০০ এবং আইড় মাছ ৮০০ থেকে ১,০০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

শাকসু নির্বাচনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ শিক্ষা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পালন করতে গিয়ে জাতীয় নির্বাচনে ভোটদানের সুযোগ বঞ্চি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
অবসরের ইঙ্গিত দিলেন নেহা কক্কড়!
  • ১৯ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মত…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী লাগাতার কঠোর কর্মসূচির হু…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9