ময়মনসিংহের ফুলবাড়িয়ায় লাঠিখেলায় নারী-পুরুষের ঢল

২৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ PM
শারীরিক কসরত করছেন লাঠিয়ালরা

শারীরিক কসরত করছেন লাঠিয়ালরা © টিডিসি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। লাঠিখেলায় নারী-পুরুষের ঢল নামে। দীর্ঘদিন পর খেলা দেখা খেলোয়াড়দের সঙ্গে আনন্দে মাতে। 

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এলাকাবাসী উপজেলার পুটিজানা ইউনিয়নের বিড়ালশাখ বুইধ্যার বাজারের পশ্চিম বাজারে ঐতিহ্যের লাঠি খেলার আয়োজন করে। সকাল উপজেলার বিভিন্ন স্থান থেকে দর্শক জড়ো থাকে। গ্রামের নারীরা আসে দল বেধে খেলা দেখতে।

বাঁশি ঢোল আর করতালের তালের লাঠি খেলার কৌশলী বাজনায় ডোলতে থাকে নারী-পুরুষের শরীর। লাঠি খেলায় নবীন প্রবীণের সমন্বয়ে খেলা জমে উঠে। 
 
খেলোয়াড়দের পরনে বাহারি পোশাক আর হাতে লাঠি। ঘুরছে শাই শাই, পন পন। ঢোলক, ঝুমঝুমি, কাড়া, করতাল ইত্যাদি বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে চলছে নাচ। লাঠি দিয়ে হয় সড়কি, ফড়ে, ডাকাত ডাকাত, বানুটি, বাওই জাক, নড়ি-বাড়িসহ নানা খেলা। খেলোয়াড়রা তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন ও আত্মরক্ষা করে। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা তাদের নিরাপত্তার জন্য লাঠিয়ালদের নিযুক্ত করতেন। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই লাঠি খেলা। কেউ কেউ এ খেলা ছড়িয়ে দিচ্ছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। লাঠি খেলা বিলুপ্তি হওয়ায় তৈরি হচ্ছে না কোনো নতুন খেলোয়াড়। বাংলার ঐতিহ্যবাহী খেলাটি টিকিয়ে রাখতে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

দিনব্যাপী লাঠিখেলায় ৬০ জন লাঠি খেলোয়াড় তাদের শারীরিক কসরত প্রদর্শন করে বলে জানান লাঠিখেলার প্রধান খেলোয়াড় শামছুল হক সরকার। তিনি বলেন, ‘খেলাটি হারিয়ে যাওয়ার পথে। আমরা নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি করেছি। যেন খেলাটা হারিয়ে না যায়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অন্তত খেলাটি হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে।’

খেলোয়াড় আ. মজিদ বলেন, ‘আমরা খেলাটি শিখেছি। এত দিন শেখানোর বা শিখিয়ে যাওয়ার লোক পাইনি।’

নতুন প্রজন্মের খেলোয়াড় তারেক (৩০) বলেন, ‘আমরা খেলাটি প্রবীণদের কাছ থেকে খেলাটি শিখেছি। আজকে খেলাটি খেলতে পারছি। সুযোগ পেলে নবীনদের খেলাটি শিখাতে পারবো। এভাবেই বেঁচে থাকবে।’

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি
  • ১৮ জানুয়ারি ২০২৬
৪৭ আসন ভাগ হবে কীভাবে জানালেন ১০ দলীয় জোটের নেতারা
  • ১৮ জানুয়ারি ২০২৬
চ্যারিটি কনসার্টে ‘সিগারেট বিতরণ’ নিয়ে বিতর্ক, দুঃখ প্রকাশ …
  • ১৮ জানুয়ারি ২০২৬
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ১৮ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকার অবস্থান কত?
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিএনপির ‘ত্যাগী কর্মী’ দাবি করায় সভায় হট্টগোল, ফেরার পথে পি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9