যৌথ সভায় বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারা নির্যাতন সহ্য করেছেন। আর তারেক রহমান ১৭ বছর ধরে দেশের বাইরে থেকেও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তবু শেখ হাসিনার স্বৈরাচারী সরকার বিএনপিকে ধ্বংস করতে পারেনি। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় ছিনিয়ে আনতে হলে ঐক্যের বিকল্প নেই।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌর মহিলা বিএনপির উদ্যোগে এ্যানির নিজ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, নারী ভোটারদের সুসংগঠিত করতে হলে আরও পরিশ্রম করতে হবে। বিশেষ করে ওই ইসলামী দলের বিভ্রান্তিকর কথায় কেউ যেন কান না দেন।
তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে গুম-খুন, অপপ্রচার ও মিথ্যা মামলার মাধ্যমে মানুষকে হয়রানি করছে, এখন সেই স্বৈরাচার শক্তির সঙ্গ দিচ্ছে একটি ইসলামী দল। তারা চেষ্টা করছে কীভাবে সেই স্বৈরাচারকে পুনর্বাসন করা যায়।
সভায় পৌর মহিলা বিএনপির সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ প্রমুখ।