মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

পশুর নদী
পশুর নদী  © সংগৃহীত

বাগেরহাটের মোংলা উপজেলার পশুর নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার জয়মনিরঘোল এলাকার খাদ্য গুদাম-সংলগ্ন নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

মোংলা চাঁদপাই নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হক জানান, সকালে স্থানীয়রা পশুর নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে নৌপুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় পানিতে থাকায় লাশটি পচে বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। পরিচয় নিশ্চিতের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ