ভাসমান অবস্থায় পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার  © টিডিসি ফটো

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের নিমতলা এলাকায় ছাবের হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম মো. শুভ (১৬)। সে নিমতলা সেগুন বাগান এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য মো. জসিমের নাতি।

স্থানীয়রা জানান, সকালে পুকুরে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছে— সম্প্রতি মাদকবিরোধী বক্তব্য দেওয়ায় ইউপি সদস্য জসিম মেম্বারের ওপর কেউ ক্ষিপ্ত ছিল। তার বক্তব্যের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলেও ধারণা করছেন অনেকে।

আরও পড়ুন: ‘সব স্যাক্রিফাইস করে জারা এসেছেন রাজনীতি বদলাতে, বিনিময়ে আমরা কি দিলাম?’

স্থানীয় ইউপি সদস্য মো. জসিম বলেন, ‘গতকাল থেকে আমার নাতিকে পাওয়া যাচ্ছিল না। আজ পুকুরে লাশ পাওয়া গেছে শুনে আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটি পুকুরে ডুবে মারা গেছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ