অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৪৯ AM
নরসিংদীতে দায়িত্ব পালনের সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-এর উপর সংঘটিত বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৩৪তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এই হামলা কেবল একজন কর্মকর্তার ওপর নয়, বরং এটি রাষ্ট্রের কর্তৃত্ব ও আইনের শাসনের উপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, মোঃ আনোয়ার হোসেন, বিপিএম একজন সৎ, সাহসী ও মানবিক পুলিশ কর্মকর্তা, যিনি দায়িত্ব পালনকালে সবসময় আইনের পক্ষে অবস্থান নিয়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে জনগণের নিরাপত্তায় কাজ করেছেন। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সদস্য এবং বর্তমানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এই হামলার ঘটনায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে:
- অবিলম্বে অভিযুক্ত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে,
- এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী সাহস দেখাতে না পারে।
হামলার শিকার কর্মকর্তা এবং অভিযানে অংশ নেওয়া আহত অন্যান্য পুলিশ সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ৩৪তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশন তাদের পাশে আছে এবং থাকবে।
উল্লেখ্য, গতকাল ( ৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নরসিংদী পৌর এলাকার আমলাপাড়া মোড়ে হাইকোর্টের আদেশ অমান্য করে রাস্তা দখল করে চলমান নির্মাণ ও বাণিজ্যিক কার্যক্রমে বাধা দিতে গিয়ে হামলার শিকার হন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা অতর্কিতে পুলিশের উপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
এতে গুরুতর আহত হন মোঃ আনোয়ার হোসেন, বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। অভিযানে থাকা আরও কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।