অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা

০৫ অক্টোবর ২০২৫, ১১:৪৯ AM
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন © সংগৃহীত ছবি

নরসিংদীতে দায়িত্ব পালনের সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-এর উপর সংঘটিত বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৩৪তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এই হামলা কেবল একজন কর্মকর্তার ওপর নয়, বরং এটি রাষ্ট্রের কর্তৃত্ব ও আইনের শাসনের উপর সরাসরি আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, মোঃ আনোয়ার হোসেন, বিপিএম একজন সৎ, সাহসী ও মানবিক পুলিশ কর্মকর্তা, যিনি দায়িত্ব পালনকালে সবসময় আইনের পক্ষে অবস্থান নিয়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে জনগণের নিরাপত্তায় কাজ করেছেন। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সদস্য এবং বর্তমানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এই হামলার ঘটনায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে:

  • অবিলম্বে অভিযুক্ত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে,
  • এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী সাহস দেখাতে না পারে।

হামলার শিকার কর্মকর্তা এবং অভিযানে অংশ নেওয়া আহত অন্যান্য পুলিশ সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ৩৪তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশন তাদের পাশে আছে এবং থাকবে।

উল্লেখ্য, গতকাল ( ৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নরসিংদী পৌর এলাকার আমলাপাড়া মোড়ে হাইকোর্টের আদেশ অমান্য করে রাস্তা দখল করে চলমান নির্মাণ ও বাণিজ্যিক কার্যক্রমে বাধা দিতে গিয়ে হামলার শিকার হন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা অতর্কিতে পুলিশের উপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

এতে গুরুতর আহত হন মোঃ আনোয়ার হোসেন, বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। অভিযানে থাকা আরও কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

 

 

 

 রাবির ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
পুরো পৃথিবীতেই সরকার গণভোটের পক্ষ নেয়: শফিকুল আলম
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচি…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কেন জোট হল না— যা বলছে ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9