চাঁদাবাজিতে বাধা দিতে হামলার শিকার অতিরিক্ত পুলিশ সুপার শামীম

০৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৯ PM
আহত পুলিশ সুপার

আহত পুলিশ সুপার © সংগৃহীত ছবি

হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে চলন্ত গাড়ি থেকে চাঁদাবাজি করার সময় বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের । এসময় তার ওপর প্রায় ৩০-৪০ জন দুর্বৃত্ত একযোগে হামলা চালিয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে নরসিংদীর আরশিনগর রেলক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, দেশের কোনো সড়ক বা চলন্ত যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে গাড়িচালকদের কাছ থেকে টাকা দাবি করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ঘটনাস্থলে পৌঁছে তাদের বাঁধা দেন এবং একজনকে আটক করার চেষ্টা করেন। তখনই চাঁদাবাজ চক্রের প্রায় ৩০-৪০ জন সদস্য একযোগে হামলা চালিয়ে আটককৃত ব্যক্তিকে ছিনিয়ে নেয় এবং পুলিশের ওপর চড়াও হয়। হামলায় অতিরিক্ত পুলিশ সুপার গুরুতর আহত হন। প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম গণমাধ্যমকে  জানা, ‘সকাল ১১টার দিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখি কয়েকজন চলন্ত গাড়ি থেকে চাঁদা তুলছে। আমি বাধা দিলে তারা হামলা চালায়। আমার বুক ও পায়ে প্রচণ্ড আঘাত পাই এবং কিছুক্ষণ পর জ্ঞান হারাই। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 ঘটনার পর সচেতন মহল হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

 

প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির মুন্নি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে’
  • ১৬ জানুয়ারি ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে, নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি, মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানার প্রয়াণ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে ওসমান হাদির ভাইয়ের জানা ন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9