ব্যবসায়ীর পিকআপভ্যান আটকে ‘চাঁদা’ নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

২৯ মে ২০২৫, ০২:৫৯ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৮:২২ PM
 স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদ

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদ © টিডিসি

রংপুর নগরীতে ব্যবসায়ীর তামাক পরিবহনের পিকআপভ্যান আটকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯) মে দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর হাসান সুমন।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রানী বিড়ি ফ্যাক্টরির পরিচালক মোতাহার হোসেন কাজল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে তামাকবোঝাই একটি পিকআপ হারাগাছের তার গোডাউনের উদ্দেশ্যে রওনা দেয়। পথে রংপুর নগরীর সাহেবগঞ্জ বাজার এলাকায় হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদের নেতৃত্বে ৩–৪ জন ব্যক্তি পিকআপটি আটকান এবং গাড়িতে থাকা তার এক কর্মচারীর কাছে চাঁদা দাবি করেন।

পরবর্তীতে কর্মচারীরা মোতাহারকে ফোনে বিষয়টি জানান। তখন নাহিদ মোবাইল ফোনে সরাসরি তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে মোতাহার হোসেন নাহিদের দেওয়া একটি বিকাশ নম্বরে ৫ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর পর পিকআপটি ছেড়ে দেওয়া হয়।

এই অভিযোগ পত্রে মোতাহার দলের নেতাদের কাছে ব্যবসায়ী সমাজকে নির্বিঘ্নে ব্যবসা করার পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা চেয়ে অনুরোধ জানিয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মোতাহার হোসেন জানায়, এ ঘটনার পর একাধিক বিড়ি ফ্যাক্টরি মালিকের কাছে তিনি এরকম অভিযোগ শুনতে পান। পরে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশাল তালুকদারকে জানালে তিনি জেলা কমিটির নেতাদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাহিদুল ইসলাম নাহিদ বলেন, মোতাহার হোসেন কাজলের তামাকের গাড়ি স্থানীয়রা আটক করলে তিনি আমাকে ফোন দিয়ে সেখানে যেতে বলেন। পরে আমি সেখানে গিয়ে ছেলেপেলেদের চা খাওয়ানোর জন্য কিছু টাকা দিতে বললে তিনি পাঁচ হাজার টাকা আমার বিকাশে পাঠান। এটাই এখন আমার অপরাধ।

নাহিদ বলেন, অভিযোগকারী কাজল তার কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। এবং তিনি ও আহ্বায়ক মিলে তার বিরুদ্ধে কাজ করছেন।  

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর হাসান সুমন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। দলের পরিচয় ব্যবহার করে অপকর্ম করলে যত বড় নেতাই হোক না কেন সে ছাড় পাবে না।

জগন্নাথ বিশ্ববিদ্যাালয়ের ডি ইউনিটের ফলাফল প্রকাশ, দেখুন এখা…
  • ১১ জানুয়ারি ২০২৬
দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা নেই: হাই…
  • ১১ জানুয়ারি ২০২৬
এক বছরে ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা
  • ১১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু জীবিত আছে, নেওয়া হচ্ছে চট্টগ…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ফিল্ড ফ্যাসিলিটেটর, আবেদন শেষ ২১ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9