ট্রাক-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০২:০৩ PM
গাজীপুরের কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর মনোহরদি উপজেলার সুকন্দি গ্রামের বাসিন্দা নূরুল ইসলামের ছেলে মো. অলি উল্লাহ, তার চার বছর বয়সী ছেলে তামীম এবং একজন অজ্ঞাতপরিচয় পুরুষ। পুলিশ জানিয়েছে, নিহতদের একজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি অটোরিকশা নরসিংদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অলি উল্লাহ ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত হন অলি উল্লাহর ছোট ভাই হাফিজুর রহমান, তার স্ত্রী ছালমা বেগম এবং তাদের চার বছর বয়সী ছেলে তামীম। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু তামীম মারা যায়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।