গোপালগঞ্জে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ PM
গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলায় খাল থেকে মানিক বিশ্বাস (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেঁতুলবাড়ি দ্রুব বিশ্বাসের বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মানিক বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে।
জানা গেছে,গতকাল বুধবার দিবাগত রাত ১১টায় মানিক বিশ্বাস মোটরসাইকেল নিয়ে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামে খালু বরুন বাড়ৈর বাড়িতে বেড়াতে আসে এবং রাতেই সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যায়। তবে মানিক বিশ্বাস বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোক তার মুঠোফোনে ফোন দিয়ে তাকে না পেয়ে চারদিকে খুঁজতে থাকেন। এ সংবাদ পেয়ে মানিক বিশ্বাসের খালু বাড়ির লোকজনও তাকে খুঁজতে বের হয়।
আজ দুপুরে তেঁতুলবাড়ির স্থানীয় জনগণ রাস্তার পাশে খালে মধ্যে একটি মটরসাইকেল পড়ে থাকতে দেখে কোটালীপাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে মটরসাইকেল ও মানিক বিশ্বাসের মরদেহ উদ্ধার করে।
এ খবর পেয়ে মানিক বিশ্বাসের খালাতো ভাই সুমন বাড়ৈ মরদেহটি তার খালাতো ভাই মানিক বিশ্বাসের বলে শনাক্ত করেন। তিনি বলেন, ‘আমার খালাতো ভাই মানিক বিশ্বাস দূর্ঘাপুজা উপলক্ষে বুধবার দিবাগত রাত ১১টার দিকে আমাদের বাড়িতে বেড়াতে আসে এবং রাতের খাওয়া দাওয়া সেরে পূজা দেখে রাত ১২টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দেয়।’
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানিক বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে তার মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।