জুলাই বিপ্লবের সেমিনারে আওয়ামী লীগ নেতারা, আমন্ত্রণ পাননি যোদ্ধারা

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ PM
সেমিনারে আওয়ামী লীগের নেতারা (লাল চিহ্নত)

সেমিনারে আওয়ামী লীগের নেতারা (লাল চিহ্নত) © টিডিসি

নাটোরের লালপুরে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০০ জনকে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ পাননি আহত জুলাই যোদ্ধা, গ্রেপ্তার হওয়া ও বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীরা। এতে স্থানীয়ভাবে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার মোহরকয়া ডিগ্রি (পাস) ও অনার্স কলেজে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক প্রফেসর আছাদুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা আসলাম এবং আড়বাব ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমান। অথচ জুলাইয়ে আহত হওয়া উপজেলার ৬ গেজেটভুক্ত জুলাই যোদ্ধা এবং আন্দোলনে গ্রেপ্তার হওয়া ১৭ শিক্ষার্থীসহ প্রত্যক্ষভাবে যুক্ত সবাই ওই সেমিনারে উপেক্ষিত হয়েছেন। তাদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

জুলাই যোদ্ধা ওবায়দুল সরকার বলেন, ‘জুলাইয়ের সেমিনারে আওয়ামী নেতাদের উপস্থিতি জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি। এরা জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করছে। আমাদের না ডেকে যারা দমন করেছিল, সেই আওয়ামী লীগকে দাওয়াত দিয়ে তাদেরই পুনর্বাসন করা হচ্ছে।’

আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী ফরহাদ আহমেদ বলেন, ‘আমরা শুধু আন্দোলন করিনি, নিপীড়নও সহ্য করেছি। সেই আন্দোলন নিয়ে এখন সেমিনার হয়, অথচ যারা আহত, গ্রেপ্তার বা নেতৃত্বে ছিল তাদের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। এতে আওয়ামী লীগ নেতারা দাওয়াত পায়। এটা জুলাইয়ের অপমান। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মান নেই ৪৮ বিশ্ববিদ্যালয়ে

নাটোর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি বলেন, “জুলাই আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই ‘জঙ্গি লীগ’কে দাওয়াত দিয়ে এই সেমিনার করা হয়েছে। এটা জুলাইয়ের চেতনার সঙ্গে ভণ্ডামি। এসব ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে মোহরকয়া কলেজের অধ্যক্ষ ইসমত হোসেন বলেন, ‘মোখলেছুর রহমান ও আসলামকে ইউপি চেয়ারম্যান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল। লালপুরে জুলাই যোদ্ধা আছে, সে বিষয়ে আমি অবগত ছিলাম না। তবে আগামী দিনে যদি এ ধরনের অনুষ্ঠান হয়, তাহলে তাদের আমন্ত্রণ জানানো হবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক প্রফেসর আছাদুজ্জামান বলেন, ‘আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই আমি গিয়েছিলাম। তবে সেখানে কারা আমন্ত্রিত বা কারা উপস্থিত ছিলেন, সে বিষয়ে আমাকে অবগত করা হয়নি। বিষয়টি নিঃসন্দেহে দুঃখজনক।’

টালমাটাল অবস্থা কাটিয়ে আজ মাঠে ফিরছে বিপিএল
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪৫ আসন সমস্যা নয়, ভিন্ন ভয় ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ পবিত্র শবে মেরাজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে আধিপত্য দেখিয়ে জয় তুলে নিল বাংলাদেশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ রাজধানীতে কোথায় কী
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9