লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শিক্ষার্থীর আবিষ্কার ‘স্মার্ট অটো ইরিগেশন সিস্টেম’ © টিডিসি
ছুটির দিনে বাইরে বেড়াতে গেলে বা ব্যস্ততার কারণে গাছে পানি দিতে না পারার চিন্তা অতীত হতে যাচ্ছে। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শিক্ষার্থী আবিষ্কার করেছেন অত্যাধুনিক প্রযুক্তি—‘স্মার্ট অটো ইরিগেশন সিস্টেম’। এটি স্বয়ংক্রিয়ভাবে গাছে পানি সরবরাহ করবে এবং প্রয়োজন ফুরালেই নিজে থেকে বন্ধ হয়ে যাবে।
কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আল আমিন, রাকিব ও নাফিসা জানান, এই সিস্টেমে ব্যবহৃত আর্দ্রতা সেন্সর মাটির শুষ্কতা শনাক্ত করতে পারে। মাটি শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে পাম্প চালু হয়ে প্রয়োজনীয় পানি সরবরাহ করে। আবার পর্যাপ্ত পানি দেওয়া হয়ে গেলে সেন্সরের নির্দেশে পাম্প স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে যেমন পানির অপচয় রোধ হয়, তেমনি অতিরিক্ত পানিতে গাছ নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে না।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—একটি মোবাইল অ্যাপের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এই সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ, বাসার মালিক হাজার মাইল দূরে থাকলেও অ্যাপ ব্যবহার করে ঘরের বারান্দা বা বাগানের গাছে পানি দেওয়ার ব্যবস্থা করতে পারবেন।
শিক্ষার্থীরা জানান, আপাতত এটি ছোট আকারে ডেমো হিসেবে তৈরি করা হয়েছে, যা টব বা ছোট বাগানের জন্য উপযোগী। তবে চাইলে সহজেই বড় পরিসরে কৃষি জমিতেও এটি ব্যবহার করা সম্ভব।
বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষার্থীদের এ উদ্ভাবন একদিকে যেমন প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে, তেমনি ব্যস্ত শহুরে মানুষ ও ভ্রমণপিপাসুদের গাছপালার যত্ন নেওয়াকে করবে একেবারে দুশ্চিন্তামুক্ত।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ASSET প্রকল্পের অর্থায়নে এবং লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫ এ এমন আবিষ্কারের দেখা মেলে।