দৃষ্টিপ্রতিবন্ধী স্বামীর প্রতি অনন্য ভালবাসা স্ত্রীর © টিডিসি ফটো
বিলাসবহুল বাড়ি-গাড়ি দিয়েও যেখানে অনেক পুরুষ সখের নারীর মন জয় করতে ব্যর্থ হন, সেখানে কোনো প্রকার সংসার-সম্ভ্রান্তি না থাকা সত্ত্বেও দৃষ্টিপ্রতিবন্ধী স্বামী ইব্রাহিমকে আঁকড়ে ধরে ভালবাসার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলার রাজাপুর এলাকার বিউটি বেগম।
সম্প্রতি ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় দেখা যায়, স্বামীর হাত ধরে দোকানে দোকানে ঘুরছেন বিউটি। কখনো স্বামীকে বসিয়ে রেখে নিজেই মানুষের কাছে সহায়তা চাইছেন। অনুসন্ধানে জানা যায়, প্রায় দেড় যুগ আগে তাদের বিয়ে হয়। বিয়ের সময় ইব্রাহিম কিছুটা চোখে দেখতে পেলেও ধীরে ধীরে তিনি সম্পূর্ণ দৃষ্টি হারান। তবুও স্বামীর হাত ছাড়েননি বিউটি; বরং সংসারের সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: ভারতকে হারানোর ছক প্রস্তুত বাংলাদেশের, একাদশে থাকছেন সাকিব?
অভাব-অনটনের তাড়নায় ভিক্ষাবৃত্তিকেই জীবিকার পথ হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছেন এই দম্পতি। প্রতিদিন সকাল হলেই স্বামীর হাত ধরে পথে বের হন বিউটি। আবার ঘরে ফিরে সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করেন। দম্পতির দুই ছেলে—হাসনাইন ও আলামিন—এবং এক মেয়ে সাজেনুর বর্তমানে স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করছে।
সমাজে যখন পরকীয়া, বিলাসিতা ও ভোগবাদী জীবনধারা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখন বিউটি-ইব্রাহিম দম্পতির এই নিঃস্বার্থ ভালোবাসা এবং একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প হয়ে উঠেছে এক উজ্জ্বল দৃষ্টান্ত।