কুমার নদে দৃষ্টিনন্দন নৌকাবাইচ, হাজারো মানুষের ঢল
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ PM
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দিতে কুমার নদে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হোগলাকান্দি গ্রামের যুবসমাজের আয়োজনে আয়োজিত এ প্রতিযোগিতায় ৬টি নৌকা অংশ নেয়। এর মধ্যে ‘যুব এক্সপ্রেস’ চ্যাম্পিয়ন হয়।
নৌকাবাইচ ঘিরে কুমার নদের দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীদের ভিড়ে এলাকা উৎসবে পরিণত হয়। মোবাইল ফোনে নৌকাবাইচের মুহূর্ত ধারণ করেন অনেকেই। প্রতিযোগী নৌকাগুলো যখন বৈঠা চালিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন দুই পাড় থেকে দর্শকরা করতালি ও উল্লাসে তাদের উৎসাহিত করছিলেন।
শুক্রবার (সমাপনী দিনে) প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রাজ্জাক মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও পলাশ কুমার দেবনাথ, বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মো. সালাহ উদ্দিন রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, বাসসের জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
আয়োজক কমিটির প্রধান গিয়াস উদ্দিন বলেন, ‘গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করেছি। সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার ইচ্ছা রয়েছে।’