গ্রিড লাইনে আগুন, বিদ্যুৎহীন পুরো জেলা

আগুন লেগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
আগুন লেগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ  © টিডিসি ফটো

সাতক্ষীরায় শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মূল গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে আগুন লেগে পুরো জেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ কারণে শহর ও গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের ট্রান্সফরমারটি হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো প্রাণহানি হয়নি।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ‘ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আমরা আশা করছি বিকেলের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা যাবে।’

আরও পড়ুন: ‘জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশই বৈধতার একমাত্র উৎস’

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’

বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে জেলার মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে ব্যাপক বিঘ্ন ঘটেছে। জরুরি সেবা থেকে শুরু করে শিক্ষা ও অফিস কার্যক্রমেও প্রভাব পড়েছে।

বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ দ্রুত এগিয়ে চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে পুরো জেলার মানুষের দুর্ভোগ সামাল দিতে সংশ্লিষ্ট বিভাগ সচেতন রয়েছে।


সর্বশেষ সংবাদ