সুন্দরগঞ্জে অবৈধ ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
- গাইবান্ধা প্রতিনিধি
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ AM
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ ঝুলন্ত বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন মো. আরিফুল ইসলাম (৩০) নামে এক দিনমজুর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম ওই গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গ্রামের আজাহার হাজীর মালিকানাধীন একটি সেচযন্ত্র থেকে প্রায় সাত-আটশ গজ দূরে তার বাড়িতে বিদ্যুৎ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ঝুলন্ত টানা লাইন ব্যবহার করা হচ্ছিল। বারবার সতর্ক করার পরও ঝুঁকিপূর্ণ সেই লাইন সরানো হয়নি। অবশেষে সেই লাইনে জড়িয়ে অকালে প্রাণ হারালেন পরিশ্রমী দিনমজুর আরিফুল।
দুর্ঘটনার পরপরই আজাহার হাজী ও তার ছেলে দ্রুত বিদ্যুতের তার সরিয়ে ফেলেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
নিহতের বাবা আবদুর রশিদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এ ঝুলন্ত তার নিয়ে আমরা বহুবার অভিযোগ করেছি। বিদ্যুৎ অফিসকে বলেছি, হাজীকেও বলেছি। কেউ শোনেনি। আজ যদি তারা ব্যবস্থা নিত, আমার ছেলেটা মরতো না। আমি এ ঘটনার বিচার চাই।”
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, সুন্দরগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মিজান বলেন, “টানা লাইন অবৈধ। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”
এদিকে অবৈধ বিদ্যুৎ সংযোগকারী আজাহার হাজীর সঙ্গে সাংবাদিক পরিচয়ে কথা বলার চেষ্টা করলে তিনি কোনো মন্তব্য না করে চলে যান।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আবদুল হাকিম আজাদ মুঠোফোনে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”