শেরপুরে মহারশি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত, পানির নিচে ফসলি জমি

বাঁধ ভেঙে ফসলি জমিতে প্রবেশ করছে পানি
বাঁধ ভেঙে ফসলি জমিতে প্রবেশ করছে পানি  © টিডিসি

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে যায়। ফলে পানি প্রবেশ করেছে লোকালয়ে, ডুবে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। একপর্যায়ে মহারশি নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে উপজেলা সদর বাজার, খৈলকুড়া বাজারসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানির তীব্র স্রোতে অন্তত পাঁচটি ঘর ভেঙে গেছে এবং খৈলকুড়া বাজারে ভেসে গেছে ১০টি কাঁচা ঘরবাড়ি।

কৃষি বিভাগ জানিয়েছে, পাহাড়ি ঢলে উপজেলার প্রায় ১১৩ হেক্টর রোপা আমন আবাদ পানির নিচে নিমজ্জিত হয়েছে। পানি আরও বাড়লে ক্ষতির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যাকবলিত এলাকার মানুষ জানমাল নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। ইতোমধ্যে উপজেলা প্রশাসন প্লাবিত এলাকা পরিদর্শন করেছে এবং শুকনো খাবার ও রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।


সর্বশেষ সংবাদ