ঝিনাইদহে পিকআপে করে নিয়ে গেল কৃষকের ৫ গরু
- ঝিনাইদহ প্রতিনিধি
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ PM
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামে বাড়ির পাশে পিকআপ ভ্যান থামিয়ে দুই পরিবারের ৫টি গরু চুরি করেছে অজ্ঞাত একদল চক্র। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রত্যক্ষদর্শী নিলু বিশ্বাস বলেন,'আমি বলুহর বাওড়ে নাইট গার্ডের কাজ করি। রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আমার ডিউটি ছিল। ডিউটিতে যাওয়ার সময় সড়কে গাড়ির শব্দ শুনে পুলিশের গাড়ি ভেবে এগিয়ে যাই। তখন গাড়ি থেকে ৪-৫ জন নেমে এসে আমার গলায় দা ধরে এবং মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। এরপর তারা আলম ও কলম বিশ্বাসের বাড়ি থেকে গরু নিয়ে ট্রাকে তোলে। গরু তোলা শেষ হলে আমাকে ছেড়ে দেয়। আমি দৌড়ে গিয়ে খবর দিই। পুরো ঘটনায় প্রায় ১০-১২ জন অংশ নেয়।'
গরুর মালিক কলম বিশ্বাসের ছেলে আলামিন বিশ্বাস বলেন,'চোরেরা আমাদের ৪টি গরু এবং আমার চাচা আলম বিশ্বাসের ১টি গরু নিয়ে গেছে। এর আনুমানিক মূল্য ৬-৭ লাখ টাকা। আমরা কোটচাঁদপুর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।'
কাগমারী বেলেমাঠ পাড়ার প্রবীণ বাসিন্দা সেলিম মোল্লা বলেন,'আমার বয়স ৬০ বছর। এর আগে এ গ্রামে কখনো গরু চুরির ঘটনা ঘটেনি। এমন ঘটনা কাগমারীর ইতিহাসে দাগ কেটে গেল।'
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, তার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে তারা আইনগত ব্যবস্থা গ্রহন করবে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাতে কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর গ্রামে একই কায়দায় লেগুনা থামিয়ে ৩টি গরু চুরি হয়েছিল। গ্রামবাসীরা জানিয়েছেন, এর আগেও গ্রামে একটি মোটরসাইকেল চুরি হয়েছিল। তবে বাড়ির পাশে ট্রাক থামিয়ে গরু চুরির ঘটনা একেবারেই বিরল।