প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানে শেখ হাসিনা-শেখ মুজিবের ছবি, ক্ষোভ প্রকাশ

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ PM
ভার্চুয়াল প্রেজেন্টেশনে উপস্থাপন চলাকালে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি (লাল চিহ্নিত) দেখা যায়

ভার্চুয়াল প্রেজেন্টেশনে উপস্থাপন চলাকালে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি (লাল চিহ্নিত) দেখা যায় © টিডিসি

রংপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে প্রাণিসম্পদ বিভাগের ভার্চুয়াল প্রেজেন্টেশনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি প্রদর্শন করার ঘটনায় তোলপাড় চলছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রাণিসম্পদ উপদেষ্টা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর আরডিআরএসের রোকেয়া মিলনায়তনে পশুপালন ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালার আয়োজন করে প্রাণিসম্পদ অধিদফতর। সেখানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

কর্মশালা শুরুর পর প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা নিয়ে একটি ভার্চুয়াল প্রেজেন্টেশনে উপস্থাপন করেন প্রকল্প পরিচালক গোলাম রব্বানী। এতে দেখা যায় মনিটরে স্ক্রিপ্টের ওপরে শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং তাদের বাণী। এ নিয়ে হইচই শুরু হলেও তিনি প্রেজেন্টেশন চালিয়ে যান।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ফরিদা বলেন, ‌‘এটা আসলে অবমাননাকর। অন্তর্বর্তীকালীন সময়ে এতগুলো মানুষের রক্তের ওপর তাদের (শেখ মুজিব ও শেখ হাসিনা) ছবি কোনোমতেই গ্রহণযোগ্য নয়। এ রকম বহু ঘটনা ঘটছে। ফ্যাসিবাদ আমরা যেন মনে না করি যে ফ্যাসিবাদ চলে গেছে। ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু হয়তো প্রতিফলন ঘটে এভাবে। তবে আমরা যখনই টের পাই, ব্যবস্থা গ্রহণ করি।’

তিনি বলেন, ‘আমাকে প্রকল্প পরিচালক জানিয়েছেন, এটা ভুলক্রমে হয়ে গেছে। তিনি ক্ষমা চেয়েছেন। আমি তার ক্ষমাটাকে সবার কাছে উপস্থাপন করলাম। ব্যাপারটা আমাকে আরও একটু ভালো করে জানতে হবে। তবে অবশ্যই এ ব্যাপারে আমি ব্যবস্থা নেব।’

আরও পড়ুন: রাকসু নির্বাচন: ৩০৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ

এ সময় উপদেষ্টা ফরিদা বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব হল প্রাণীর সব রোগকে নিয়ন্ত্রণ করা। মানুষকে মাংস, দুধ ডিম দিতে গেলে এগুলো আমাদের নিরাপদ করেই মানুষকে দিতে হবে। প্রাণীকে রোগমুক্ত করতে হবে। সে জন্য আমরা ভ্যাকসিন উৎপাদনের টার্গেট নিয়েছি। কারণ ভ্যাকসিন আমদানি করার কারনে দাম বেড়ে যায়। প্রাইভেট সেক্টরে খামারিদের অনেক অসুবিধা হয়। সব প্রাণিকে ভাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের।’

তিনি আরও বলেন, ‘প্রাণী থেকে মানুষের রোগ ছড়ানো অনেক মারাত্মক। সে কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমরা কাজ করছি। যেটাকে বলে ওয়ান হেলথ কনসেপ্ট। আমরা মানুষের স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্য একই সঙ্গে প্রতিরোধ করব।’

টেকনাফে ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 
  • ১৪ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
  • ১৪ জানুয়ারি ২০২৬
সমঝোতা হচ্ছে না ১১ দলীয় জোটে, ৪ কারণে বিপাকে জামায়াত
  • ১৪ জানুয়ারি ২০২৬
এক সপ্তাহের ব্যবধানে দুদফায় টানা ৩ দিন ছুটি পাচ্ছেন চাকরিজী…
  • ১৪ জানুয়ারি ২০২৬
অধ্যাদেশ জারির দাবিতে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার…
  • ১৪ জানুয়ারি ২০২৬
সেতু না থাকায় নদী পারাপারে চরম দুর্ভোগে টুমচরবাসী
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9