পুলিশের গাড়ির সামনেই মিছিল করল ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ PM
রাজধানীর আগারগাঁওয়ে মিছিল করে আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা

রাজধানীর আগারগাঁওয়ে মিছিল করে আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা © ভিভিও থেকে নেওয়া

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফের বড় আকারের মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বাংলামোটর, উত্তরা ও মিরপুরে মিছিল হয়। এর পরদিন শনিবার (১৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয় আরও একটি মিছিল, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। ভিডিওতে দেখা যায়, মিছিলের পাশ দিয়েই পুলিশের গাড়ি চলে যাচ্ছে, তবে মিছিল থামানোর উদ্যোগ নেওয়া হয়নি।

আজ সকাল ১০টার দিকে আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনে থেকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। প্রায় হাজারো মানুষ এতে অংশ নেন। স্থানীয়দের ভাষ্য, ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা স্লোগান দিতে দিতে এগিয়ে যান—“শেখ হাসিনা”, “জয় বাংলা”, “জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে” ইত্যাদি। মিছিলটি বাংলাদেশ বেতারের সামনে থেকে শুরু হয়ে আগারগাঁও মোড়ে গিয়ে শেষ হয়।

শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠন মিছিল করেছে এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। ভিডিওতে পুলিশের গাড়ি মিছিলের পাশ দিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। সেটি একজন অফিসারের বহনকারী গাড়ি ছিল। অফিসারকে আনতে গাড়িটি যাচ্ছিল। ফলে পুলিশের পক্ষে তখন কিছু করা সম্ভব হয়নি।”

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। তিন দিন পর (৮ আগস্ট) গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, শীর্ষ নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয়। নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও মাঠের মিছিল পুরোপুরি থামাতে পারেনি অন্তর্বর্তী সরকার।

ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনের বিএনপি-জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ডাকসুর বাজেট সংকটে ইশতেহার বাস্তবায়নে সংশয়, হিসাব নেই ৩০ বছ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
সোমবার থেকে তাহসানের উপস্থাপনায় গেম শো
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9