জব্দ করা বোতল ভারতীয় মদ © টিডিসি
ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলায় বিশেষ অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ২টি প্রাইভেটকারও জব্দ করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ধাইরপাড়া এলাকায় কলসিন্দুর-ধোবাউড়া সড়কে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন আলামিন (৩২), রুবেল (৩৪), মো. সাইফুল (২২) ও মো. হাবিকুল ইসলাম (৩৫)।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আল-মামুন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক, এসআই (নিঃ) আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) শরীফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
জানা গেছে, অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ (মোট মূল্য প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা) এবং ২টি প্রাইভেটকার (মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা) জব্দ করা হয়। জব্দ করা আলামতের সর্বমোট মূল্য প্রায় ৩২ লাখ ৬৪ হাজার টাকা।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আল-মামুন সরকার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।