টঙ্গীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ PM
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-গাজীপুরগামী ফ্লাইওভারের আশরাফ সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এম আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস (নম্বর: ঢাকা মেট্রো ব ১৫-৭৯৭৮) ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় সামনে থাকা মোটরসাইকেলটিকে (নম্বর: ঢাকা মেট্রো হ ৫৩-৪৬৩৭) ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রাখা হলেও পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি সড়ক দুর্ঘটনা। আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।