ইয়াবাসহ গ্রেপ্তার পাবনার সেই যুবদল ও কৃষক দল নেতা বহিষ্কার
- পাবনা প্রতিনিধি
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ PM
কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার পাবনার সুজানগর উপজেলা কৃষক দলের সদস্যসচিব এবং পাবনা জেলা যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এবং সোমবার রাতে পৃথক বহিষ্কারাদেশের মাধ্যমে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয় সংগঠন দুটি।
বহিষ্কাররা হলেন পাবনার সুজানগর উপজেলা কৃষক দলের সদস্যসচিব ও সুজানগর পৌরসভার ভবানিপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মন্ডল এবং পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌর এলাকার দোহারপাড়া মহল্লার মৃত জহুরুল ইসলাম রইসের ছেলে রাশেদ রানা।
মঙ্গলবার দুপুরে পাবনা জেলা কৃষকদলের এক বহিষ্কারাদেশে বলা হয়েছে, ‘পাবনা জেলার অধীনে সুজানগর থানা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মজিদ মণ্ডলের বিরুদ্ধে ইলেকট্রনিক মিডিয়া ও ফেসবুকে অনাভিপ্রেত/অনাকাঙ্খিত কর্মকান্ডে জড়িত থাকার বিষয়ে প্রচার হওয়ায় এবং গত ৩১/০৮/২০২৫ সিরাজগঞ্জ থানায় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক তাকে দল থেকে অব্যাহতি প্রদান করছে এবং কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংসদের কাছে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’
অপর দিকে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানাকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।’
উল্লেখ্য, গত রবিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
বহিষ্কৃত কৃষকদল ও যুবদল নেতা। ছবি: সংগৃহীত।