নিজ বিদ্যালয়ের সামনেই ট্রাকের চাকাই পিষ্ট হয়ে শিশুশিক্ষার্থী নিহত

নিহত জুনায়েদ
নিহত জুনায়েদ  © সংগৃহীত

নিজ বিদ্যালয়ের মাঠে ড্রাম ট্রাকের চাপাই পিষ্ট হয়ে জুনায়েদ (৮) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব-আব্দালপুর গ্রামের মো. লালন জোয়ার্দ্দারের ছেলে ও পূর্ব আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল চলাকালে জুনায়েদ তার স্কুল মাঠে খেলা করছিল। স্কুলের পাশেই বালুবাহী ড্রাম ট্রাকটি থামানো ছিল। ড্রাম ট্রাকটি ঘুরানোর সময় পিছনের চাকাই পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী বলে, ‌‘আমি ঘটনার সময় ওখানেই ছিলাম ড্রাম ট্রাকটি ঘুরানোর সময় কোনো হেলপার বা পিছনে কোনো গ্লাস ছিল না। ওই ছেলে ট্রাকের চাকার পাশেই ছিল ট্রাকটি পিছনে ঘুরার সময় চাকার নিচে পড়ে জুনায়েত মারা যায়।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষিক মোছা. সালমা খাতুন বলেন, ‌‘আমরা স্কুলে ক্লাসে ছিলাম। ওই ছেলে স্কুলে ছিল না হঠাৎ শুনতে পাই সে ট্রাকের নিচেই পড়ে মারা গেছে। এমন ঘটনায় আমরা মর্মাহত।’

তবে শিক্ষক শিক্ষার্থীরা দাবি করেন, তাদের স্কুলে কোনো সীমানাপ্রাচীর নেই। ফলে স্থানীয়রা স্কুলে মাঠ বিভিন্ন কাজে ব্যবহার করায় সমস্যা পড়ে শিক্ষার্থীরা।

হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. নাছির উদ্দিন বলেন, এ ঘুটনায় কোনো মামলা হয়নি। বিষয়টি নিজেরা মীমাংসা করে নিছে।


সর্বশেষ সংবাদ